ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিতাকে দেখে আঁতকে ওঠে দুই শিশু ভয়ে বাড়ি ছেড়েছে

প্রকাশিত: ০৫:৪২, ২৬ অক্টোবর ২০১৫

পিতাকে দেখে আঁতকে ওঠে দুই শিশু  ভয়ে বাড়ি ছেড়েছে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জন্মদাতা পিতার নির্যাতন আতঙ্কে বাড়ি ছেড়েছে দুই বোন আট বছরের আঁখিমনি ও পাঁচ বছরের রিভামনি। পিতার কথা শুনলেই দুই বোন আঁতকে ওঠে। তিন দিন ধরে নীলফামারীর ডিমলা উপজেলা হাসপাতালে আশ্রিত এই দুই শিশুকে শনিবার রাতে পুলিশ উদ্ধার করে। দুই বোন ডিমলা উপজেলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের গরুর দালাল আনোয়ার হোসেন মেয়ে। অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বাড়িতে তাদের পিতা দুই শ’ টাকা খুঁজে পাচ্ছিল না। ওই টাকা চুরি করেছে এমন ধারণায় বেধড়ক মারপিট করে পিতা। প্রতিবাদে তাদের মা রাশেদা বেগম এগিয়ে এলে তাকেও পিটুনি দেয় আনোয়ার। পরে টাকা ঘরের ভেতর পড়ে থাকা অবস্থায় ফিরে পাওয়া গেলেও তাদের পিতা ধারালো অস্ত্র নিয়ে তাড়া করলে ভয়ে ও আতঙ্কে দুই বোন বাড়ি থেকে পালিয়ে যায়। ওই দিন সন্ধ্যার পর থেকে দুই শিশু আশ্রয় নেয় ডিমলা উপজেলা হাসপাতালে। সেখানে তারা তাদের নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারেনি।
×