ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৫:৪১, ২৬ অক্টোবর ২০১৫

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়  কিশোরীকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ২৫ অক্টোবর ॥ বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ সওদাগরপাড়া গ্রামে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৭ বছরের এক কিশোরীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। ঘটনা ঘটেছে শনিবার সকালে। স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সওদাগরপাড়া গ্রামের পিতৃহারা অসহায় কিশোরী মাকে নিয়ে বাড়িতে বসবাস করছে। গত দু’বছর ধরে পূর্ব সওদাগরপাড়া গ্রামের সুলতান গাজীর ছেলে বখাটে ও মাদকসেবী আল আমিন মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছে। চার বছর পূর্বে বাবা মারা যায়। বড় ভাই কিছু দিন পূর্বে প্রবাসে গেছে। এ সুযোগে ওই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। এ প্রস্তাবে রাজি না হওয়াতে শুক্রবার রাতে মেয়েটিকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে বখাটে আল আমিন ও তার সঙ্গী ৫Ñ৬ সন্ত্রাসী পালিয়ে যায়। ঘটনা এখানেই থেমে থাকেনি, শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে আল আমিন ৫Ñ৬ সন্ত্রাসী নিয়ে ফের তাদের বাড়িতে চড়াও হয়। প্রতিবাদী মেয়ে ও তার মা সন্ত্রাসী আল আমিন ও তার দলবলকে রুখতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ওই দিন সকালে রক্তাক্ত অবস্থায় আমতলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×