ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবার হার চেলসির, জিতে শীর্ষে আর্সেনাল

প্রকাশিত: ০৫:৩৭, ২৬ অক্টোবর ২০১৫

আবার হার চেলসির, জিতে শীর্ষে আর্সেনাল

স্পোর্টস রিপোর্টার ॥ এমনটা সত্যিই চিন্তার বাইরে ছিল। আরসেন ওয়েঙ্গার ভাবতে পারেননি যে তার শিষ্যরা আর্সেনালকে ইংলিশ প্রিমিয়ার লীগে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে পৌঁছে দিতে সক্ষম হবে। কিন্তু সেটাই করে দেখাল গানার্সরা। এভারটনকে ২-১ গোলে হারিয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। যদিও এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটি মাত্র ১ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে। অপরদিকে, জোশে মরিনহোর সময়টা কোনভাবেই ভালর দিকে যাচ্ছে না। আবারও হেরেছে তার দল। এবার ওয়েস্টহ্যাম ইউনাইটেডের কাছে ২-১ গোলে পরাস্ত হয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের ঐতিহ্যবাহী ক্লাবটি। শুধু তাই নয়, ম্যাচের প্রথমার্ধেই রেফারি জন মস তাকে ডাগআউট থেকে বহিষ্কার করেন। এছাড়া মরিনহোর বিরুদ্ধে আরও কঠিন কোন শাস্তিও অপেক্ষা করছে। কারণ ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশনের (এফএ) কাছে মস রিপোর্ট পেশ করেছেন। মাসের গোড়ার দিকেই রেফারিং নিয়ে এবং চেলসির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমন কথা গণমাধ্যমের কাছে বলে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড জরিমানা গুনেছেন মরিনহো। তিনি বার বার বলে আসছিলেন তার এবং চেলসির বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হচ্ছে। আর প্রায় প্রতি ম্যাচেই দলের বাজে পারফর্মেন্সে নিজের মেজাজ ধরে রাখতে পারেননি, দেখিয়েছেন অসদ্ভাব। সে কারণে ১২ মাস স্টেডিয়ামে প্রবেশাধিকার নিয়ে একটি নিষেধাজ্ঞা অপেক্ষায় আছে। যদি এর মধ্যে তিনি গণমাধ্যমের কাছে পুনরায় একই মন্তব্য করেন সেক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। শনিবার ওয়েস্টহ্যামের কাছে পরাজিত হওয়ার দিনে আরেকটি অপরাধ করেছেন। মিডিয়ার সঙ্গে কোন কথা বলেননি যা এফএর নিয়মবিরুদ্ধ। এফএ নিয়মের মধ্যেই আছে যেকোন দলের কোচদের আচরণবিধির সার্বিক নিয়মাবলী দেয়া আছে। আগামী বছর ১৬ অক্টোবরের মধ্যে ওই নিয়মের বাইরে কিছু করলেই স্টেডিয়ামে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা পাবেন মরিনহো। কিন্তু এরপরও তিনি নিজেকে সংযত রাখতে পারেননি। ওয়েস্টহ্যামের বিপক্ষে ম্যাচ চলার সময়ও মেজাজ হারিয়ে ফেলেছেন। প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগেই দুই হলুদ কার্ড দেখেন চেলসি মিডফিল্ডার নেমানজা মাতিচ। ফলে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। এর আগেই একটি গোলও হজম করে ফেলেছে তারা। ফলে মেজাজ হারিয়ে অনুমতি ছাড়াই রেফারিদের কক্ষে প্রবেশ করার প্রচেষ্টা চালিয়েছিলেন। এ কারণে তাকেও লাল কার্ড প্রদর্শন করেন রেফারি মস। মরিনহোর আচরণ নিয়ে তার রিপোর্ট দুয়েকদিনের মধ্যেই এফএ-তে পৌঁছবে। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই টিম কাহিলের গোলে সমতায় ফেরে চেলসি। কিন্তু শেষ মুহূর্তে এন্ডি ক্যারলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্টহ্যাম। ফলে আর নিচে নেমে বর্তমানে ১১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থান চেলসির। গত মৌসুমের সেরা দলটির যখন বাজে অবস্থা তখন রানার্সআপ আর্সেনাল দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে। এবার শীর্ষস্থানই দখল করেছে তারা। এভারটনকে ২-১ গোলে হারিয়েছে গানার্সরা। এ নিয়ে গত ৭ দিনে তিন ম্যাচ জিতল ওয়েঙ্গার শিষ্যরা। এসব যেন বিশ্বাসই হচ্ছে না তার। বিশেষ করে শীর্ষস্থান দখল। এ বিষয়ে তিনি বলেন, ‘দারুন এক সপ্তাহ এটি এবং এমনটা পাওয়া সহজ ছিল না। সবচেয়ে খারাপ যেটা ঘটেছে তা হচ্ছে ইনজুরির কারণে আমরা বেশ কিছু খেলোয়াড় হারিয়েছি। আমাদের এ সংঘবদ্ধতা ধরে রাখতে হবে এবং প্রতি ম্যাচে আগের চেয়ে আরও ভাল খেলতে হবে। সে জন্য আরও ভাল অনুশীলন করা প্রয়োজন।’ প্রথমার্ধেই দুই গোল করে আর্সেনাল। অলিভার গিরড ও লরেন্ট কসসিয়েলনি। এভারটনের পক্ষেও একমাত্র গোলটি প্রথমার্ধেই এসেছে। শেষ সময়ে গোল করে ব্যবধান কমিয়েছিলেন রস বার্কলি। তবে দ্বিতীয়ার্ধে আর কোন গোলই হয়নি। ১০ ম্যাচে আর্সেনালের ২২ পয়েন্ট। দুইয়ে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির ৯ ম্যাচে ২১। অর্থাৎ আর্সেনালের শীর্ষস্থানটা খুব বেশি স্থায়ী হচ্ছে না। ম্যানসিটি ড্র করলেই আবার শীর্ষস্থান দখল করবে। এ কারণেই এখনই নিজেদের অবস্থান নিয়ে খুব বেশি আনন্দের কিছু দেখছেন না ওয়েঙ্গার। কারণ তিনি গত মৌসুমে দেখেছেন শীর্ষস্থানে থাকা দলগুলোর সঙ্গে নিচের দিকে থাকা দলগুলোর পয়েন্টের পার্থক্য অনেক বেশি ছিল ১০ ম্যাচ পর। সেটা পুরোপুরিই বদলে গেছে লীগ শেষে।
×