ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইনজামাম-মন্ত্রে আফগানদের ইতিহাস

প্রকাশিত: ০২:৪৩, ২৬ অক্টোবর ২০১৫

ইনজামাম-মন্ত্রে আফগানদের ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ খেলোয়াড়ী জীবনে ছিলেন প্রথম বেঞ্চের ছাত্র। আধুনিক পাকিস্তানের অন্যতমসেরা ব্যাটসম্যান তিনি। সেই ইনজামাম-উল হক কোচিংয়ের ইনিংসটাও শুরু করলেন রাজকীয়ভাবে। খন্ডকালীন দায়িত্ব নিয়ে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আফগানিস্তানকে জেতালেন ওয়ানডে সিরিজে। ঐতিহাসিক অর্জনের পথে জিম্বাবুইয়ের মাটিতে আফগানরা পাঁচ ওয়ানডের সিরিজে জিম্বাবুইয়েকেই হারাল ৩-২ ব্যবধানে! প্রথমবারের মতো টেস্ট প্লেয়িং দলের বিপক্ষে সিরিজ জয়ের দারুণ এক রেকর্ড গড়ল ক্রমশ উপমহাদেশীয় ক্রিকেটের আগামির শক্তি হয়ে উঠতে যাওয়া আফগানিস্তান। বুলায়েতে সিরিজ নির্ধারনী পঞ্চম ও শেষ ম্যাচে ৭৩ রানের বড় জয় তুলে নেয় আসগর স্টানিকজাই মোহাম্মদ নবিদের দল। সিরিজ নির্ধারনি ম্যাচটা হয়ে উঠেছিল অঘোষিত ফাইনাল। অথচ সহযোগী সদস্য আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি টেস্টের এলি শ্রেনীর দল জিম্বাবুইয়ে। বুলাওয়েতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করে আফগানরা। দুটি হাফ সেঞ্চুরি হাকান নুর আলি জাদরান (৫৪) ও মোহাম্মদ নবি (৫৩)। তৃতীয় সর্বোচ্চ অধিনায়ক স্টানিকজাইর। এছাড়া ওপেনার মোহাম্মদ শাহেবজাদ ২৬, নয় নম্বরে নেমে মিরওয়াইজ আশরাফ ১৬ বলে খেলেন ২১ রানের কার্যকর এক ইনিংস। ৩টি করে উইকেট নেন ওয়েলিংটন মাসাকাদজা ও সিকান্দার রাজা। জবাবে ৪৪.১ ওভারে ১৭২ রানে অলআউট হয় স্বাগতিকরা। বিফলে যায় শন উইলিয়ামসের সেঞ্চুরি (১০২), সাত নম্বরে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ অধিনায়ক এলটন চিগম্বুরার। ৪ উইকেট নিয়ে উইলিয়ামসের সঙ্গে যৌথভাবে ম্যাচসেরা আফগান পেসার শাপুর জাদরান। দূরন্ত নৈপূন্যে সিরিজসেরা দলটির বড় তারকা মোহাম্মদ নবি। আফগানিস্তানের কাছে সিরিজ হারের ক্ষত নিয়ে ৩ ওয়ানডে ও ২টি ২০ খেলতে আগামি মাসে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুইয়ে।
×