ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইরাক যুদ্ধ ভুল ছিল ॥ স্বীকারোক্তি ব্লেয়ারের

প্রকাশিত: ০১:৩১, ২৫ অক্টোবর ২০১৫

ইরাক যুদ্ধ ভুল ছিল ॥  স্বীকারোক্তি ব্লেয়ারের

অনলাইন ডেস্ক ॥ দীর্ঘ ১২ বছর পর ‘ইরাক যুদ্ধ ভুল ছিল’ স্বীকার করে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা চেয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। ইরাক যুদ্ধের ভুলের কারণেই জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান হয়েছে বলেও স্বীকার করেছেন ব্লেয়ার। সিএনএন এর সঙ্গে একটি সাক্ষাৎকারে ব্লেয়ার একথা বলেন। সাক্ষাৎকারটি এখনো প্রচারিত হয়নি। বিবিসি জানিয়েছে, সাক্ষাৎকারে ব্লেয়ার বলেন, আমাদের যারা সাদ্দামকে উৎখাত করেছিল আজকের ইরাক পরিস্থিতির জন্য তাদের কিছু না কিছু দায় আছে। তবে একইসঙ্গে ইরাকে আগ্রাসনের পক্ষ সমর্থন করেও তিনি বলেন, সাদ্দামের পতন ঘটানোর জন্য ক্ষমা চাওয়া কঠিন। তাছাড়া, ওই আগ্রাসন চালানো না হলে ইরাক আজ সিরিয়ার মত গৃহযুদ্ধে নিমজ্জিত হতে পারত।
×