ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় জামায়াতের জেলা আমির গ্রেফতার

প্রকাশিত: ২৩:৩৮, ২৫ অক্টোবর ২০১৫

গাইবান্ধায় জামায়াতের জেলা আমির গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধা জামায়াতের জেলা আমির ডা. আব্দুর রহিম সরকারকে শনিবার রাত দেড়টায় শহরের বাড়ি কাম ব্যবসা প্রতিষ্ঠান রাবেয়া ক্লিনিক থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইন, যাত্রীবাহি বাসে পেট্রোল মেরে ৮ জনকে পুড়িয়ে মারাসহ নাশকতা ও সন্ত্রাসী তৎপরতার ৪টি মামলার পলাতক আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, বিগত জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে শুরু করে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী দিন পর্যন্ত জামায়াতে ইসলামী ও শিবিরের ক্যাডাররা গাইবান্ধা জেলায় পেট্রোল বোমা ছুঁড়ে যাত্রীবাহি বাস পোড়ানো থেকে শুরু করে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ, লাগাতার অবরোধ, গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে গর্ত করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়াসহ নানা নাশকতা ও সন্ত্রাসী তৎপরতা শুরু করে। এসব সন্ত্রাসী তৎপরতায় জামায়াতে ইসলামীর জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকারকেও আসামি করে থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকেই দীর্ঘদিন যাবত সে বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে গ্রেফতারের পর থেকেই পুলিশ গোটা আদালত ও সদর থানা চত্বরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে।
×