ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইয়াবার নেশা লালমনিরহাটের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে

প্রকাশিত: ২৩:০৫, ২৫ অক্টোবর ২০১৫

ইয়াবার নেশা লালমনিরহাটের গ্রামে গ্রামে ছড়িয়ে পড়েছে

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট ॥ ইয়াবার নেশা ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত গ্রামে। যুবক যুবতীরা এই মরণ নেশার গোলম বনে যাচ্ছে। ফলে সমাজের অস্থিরতা সৃষ্টি হয়েছে। অপরাধ বেড়েছে। লালমনিরহাটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটককের পর ইয়াবা নেশার নেট ওয়ার্ক সর্ম্পকে চাঞ্চল্যকর তথ্য উদঘাটন হতে শুরু করেছে। মাদক ব্যবসায় এক শ্রেনির বিএনপি জামায়াত আমলের দূর্নীতি পরায়ন পুলিশ জড়িয়ে পড়েছে। পুলিশ মাদক ব্যবসায়ীকে যেমন ধরছে। তেমনি তাদের সঙ্গে মাসোহার চুক্তিতে নির্বিঘিœ ব্যবসা করতে সহায়তা করছে। কালীগঞ্জ থানার এসআই রাশেদ জানান, ইয়াবার নেশা শহর হতে গ্রামে চলে এসেছে। এই নেশা প্রবেশের উৎসমুখে নিমূর্ল করতে হবে। তা না হলে দেশ এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। আগামী প্রজন্ম উচ্ছিষ্টে চলে যাবে। জানি সকল পেশাতে কিছু মানুষ আছে। তারা পেশাদারীত্বের চেয়ে অবৈধ পথে অর্থ উপার্জন করতে পছন্দ করে। কিন্তু এই অবৈধ সর্ম্পকের মোহে পড়ে তার সন্তান যে,নেশার রাজ্যে প্রবেশ করবে না তার কি গ্যারান্টি রয়েছে। সর্ম্পদের পাহাড় তখন বোঝা হয়ে যাবে।
×