ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জের ৩ রাজাকারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রকাশিত: ২৩:০০, ২৫ অক্টোবর ২০১৫

হবিগঞ্জের ৩ রাজাকারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

স্টাফ রিপোর্টার॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক হবিগঞ্জের দুই সহোদর মহিবুর রহমান ওরফে বড় মিয়া, মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী সাক্ষীর জন্য ২৭ অক্টোবর দিন নির্ধারন করা হয়েছ্ েচেয়ারম্যান বিচারপতি আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জঅতিক অপরাধ ট্রাইব্যুনাল -১ এ আদেশ প্রদান করেছেন। উল্লেখ্য , বড় মিয়া-আঙ্গুর মিয়া ও রাজ্জাকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে- রজব আলীকে অপহরণ করে হত্যা, একাত্তরে দুজনকে ধর্ষণ করে হত্যা, আরেকজনকে আটকের পর নির্যাতন করে হত্যা এবং এমএ রবের ওপর নির্যাতনসহ তার বাড়ি ও এর আশপাশের কয়েকটি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ।
×