ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সীতাকুন্ডে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাঁই,ক্ষয়ক্ষতি ৮ লক্ষ টাকা

প্রকাশিত: ২২:৪৪, ২৫ অক্টোবর ২০১৫

সীতাকুন্ডে অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাঁই,ক্ষয়ক্ষতি ৮ লক্ষ টাকা

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড (চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে তিনটি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে দোকান ঘর ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার ছোট দারোগারহাট এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সীতাকু- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইন্সপেক্টর ফখরুদ্দিন জানান,“শনিবার রাত ১২ টায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এনামুল হক সওদাগরের মুদির দোকানে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।পরে পাশ্ববর্তী মাহফুজুর রহমানের কনফেকশনারি ও ফরহাদ হোসেনের ফোন-ফ্যাক্সের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সীতাকু- ফায়ার সার্ভিসের দু’টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ৮ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হলেও প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।”
×