ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বরিশালে শরৎকালীন কবিতা উৎসব ও সংগীতানুষ্ঠান

প্রকাশিত: ২১:০১, ২৫ অক্টোবর ২০১৫

বরিশালে শরৎকালীন কবিতা উৎসব ও সংগীতানুষ্ঠান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দক্ষিণাঞ্চলের বরেণ্য কবি ও শিল্পীদের সমন্ময়ে জেলার বাবুগঞ্জ উপজেলার প্রত্যন্ত ইসলামপুর কবিতা বিলাস প্রাঙ্গণে শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত শরৎকালীন কবিতা উৎসব ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৃজনশীল সাহিত্যপত্র অরুনিমের উদ্যোগে সাহিত্য চর্চা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে সংগঠনের সম্পাদক কবি মুস্তফা হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের জেলা শাখার সভাপতি ও বরিশাল অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ কবি তপংকর চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সম্পাদক কবি শিকদার রেজাউল করিম, মানবাধিকার কমিশনের উপজেলা শাখার উপদেষ্টা মোশারফ হোসেন খান, বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আরিফ আহমেদ মুন্না। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রভাষক নজরুল ইসলাম দুররানী, নবীন পরশের সম্পাদক কবি স.ম. জসিম উদ্দিন প্রমুখ। কবি ও সাহিত্যিকদের সাহিত্য চর্চা, কবিতা আবৃত্তি শেষে সংগীত সন্ধ্যায় বরিশাল বেতারের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
×