ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে মহরমের মিছিলে বোমা হামলা ॥ নিহত ২০

প্রকাশিত: ০৮:১৪, ২৪ অক্টোবর ২০১৫

পাকিস্তানে মহরমের মিছিলে বোমা হামলা ॥  নিহত ২০

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় জেকোবাবাদ শহরের লাসারি মহল্লার শেরশাহ হাভেলিতে মহরমের মিছিলে বোমা হামলায় অন্তত ২০ জন নিহত ও ৩০ জন আহত হয়েছে। খবর ডন অনলাইনের। ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত স্থানীয় জেকোবাবাদ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এ জন্য গোষ্ঠীগত ও রাষ্ট্রবিরোধী সন্ত্রাসীচক্রকে দায়ী করেছে। আত্মঘাতী হামলাকারীর শরীরের নিচের অংশ পাওয়া গেছে বলে পুলিশ দাবি করেছে। পুরো এলাকা নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে। মহরমের মিছিলকে কেন্দ্র করে কেউ যাতে হানাহানির ঘটনা না ঘটাতে পারে সেলক্ষ্যে সিন্ধু প্রদেশের করাচী, হায়দরাবাদ, শুক্কুর ও লারকানা সব ক’টি বড় শহরে মোটরসাইকেলযোগে শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়। চলতি বছর ৩০ জানুয়ারি সিন্ধু প্রদেশের শিকারপুর জেলার একটি ইমামবাড়ায় বোমা হামলায় ৬১ জন নিহত হওয়ার পর এটি কোন শিয়া সমাবেশে হামলায় দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
×