ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিরাপত্তা নিয়ে শঙ্কামুক্ত বিদেশীরা ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৮, ২৪ অক্টোবর ২০১৫

নিরাপত্তা নিয়ে শঙ্কামুক্ত বিদেশীরা ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৩ অক্টোবর ॥ বিদেশীরা এখন নিরাপত্তা নিয়ে শঙ্কামুক্ত বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার দুপুরে মাদারীপুর নতুন শহরে বিনামূল্যে আন্তর্জাতিক মানের সাতদিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নৌমন্ত্রী বলেন, বিদেশীরা তাদের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিদেশী চার রাষ্ট্রদূত তাদের সন্তুষ্টির কথা জানান। বাংলাদেশে দুই বিদেশী নাগরিক হত্যার ঘটনা পরিকল্পিত দাবি করে নৌমন্ত্রী বলেন, এই বিদেশী হত্যাকা-ের সঙ্গে যারা জড়িত, তারা এখন চিহ্নিত হতে চলছে। নৌমন্ত্রী বলেন, বিশ্বের অন্য দেশগুলোতে যখন বিদেশী নাগরিক খুন হয়, তখন তা নিয়ে কেউ উদ্বেগ প্রকাশ করে না। তাহলে আমাদের দেশে বিদেশী হত্যা নিয়ে কারা স্বার্থ দেখছে? আর কারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে? সেটাই এখন প্রশ্ন। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মিয়াজ উদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, বিশিষ্ট কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।
×