ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে অনশনকারী বাংলাদেশীদের পাসপোর্ট দেবে দূতাবাস

প্রকাশিত: ০৮:০৭, ২৪ অক্টোবর ২০১৫

যুক্তরাষ্ট্রে অনশনকারী বাংলাদেশীদের পাসপোর্ট দেবে দূতাবাস

কূটনৈতিক রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো ডিটেনশন সেন্টারের বাংলাদেশীদের জন্য ওয়াশিংটন দূতাবাস পাসপোর্ট ইস্যু করবে। এছাড়া সেখানকার ৬৪ বাংলাদেশী অনশন ভঙ্গের প্রেক্ষিতে আজ শনিবার ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পাচ্ছেন। একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য জানায়। টেক্সাসের ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের এল পাসো ডিটেনশন সেন্টারে থাকা ৬৪ বাংলাদেশী অনশন করছিলেন। সেখানে বসবাসের অনুমতি দেয়ার পরিবর্তে বহিষ্কারের নির্দেশ দেয়ায় তারা এক সপ্তাহ ধরে তারা অনশন চালিয়ে আসছিলেন। তবে মুক্তি দেয়ার আশ্বাসে বুধবার তারা অনশন ভঙ্গ করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার শামসুল আলম চৌধুরী এল পাসো সেন্টারে গিয়ে বন্দীদের সঙ্গে আলাপ করে। তাদের অনশন ভঙ্গ করান। কর্তৃপক্ষের দীর্ঘ দেন-দরবারের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দূতাবাস সকল বন্দীর জন্যে পাসপোর্ট ইস্যু করবে। প্রত্যেক বন্দীর মুক্তির জন্যে একজন করে স্পন্সর লাগবে অর্থাৎ যে কোন স্থায়ী বাসিন্দার মুচলেকা লাগবে, তা ইতোমধ্যে পাওয়াও গেছে। তবে শারীরিকভাবে বন্দীরা সুস্থ কিনা সেটি পরীক্ষার পরই তাদের মুক্তি দেয়া হবে। আজ শনিবার থেকে মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের অধিকার নিয়ে কর্মরত স্বেচ্ছাসেবী সংগঠন দেশিজ রাইজিং আপ এ্যান্ড মুভিং (ড্রাম)। ড্রামের সংগঠক কাজী ফৌজিয়া শনিবার যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে বলেন, বন্দীরা অনশন ভঙ্গ করেছেন। তাদের পাসপোর্ট দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অনেক সময় দেখা যায়, পাসপোর্ট দেয়ার পরেই বন্দীদের দেশে পাঠিয়ে দেয়া হয়। বাংলাদেশী বন্দীরা যেন এখানে আশ্রয় পান আমরা সে চেষ্টা করে চলেছি। তিনি জানান, বন্দী বাংলাদেশীদের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছি। সূত্র জানায়, মেক্সিকো হয়ে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ধরা পড়া অথবা আত্মসমর্পণ করে রাজনৈতিক কর্মী হিসেবে এসব বাংলাদেশী আশ্রয়ের আবেদন করেছেন। এখন তাদের আবেদন শুনানিতে যাবে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা জামিনে মুক্ত থাকবেন। এদিকে টেক্সাসের বন্দী শিবির থেকে আরও ১৪ বাংলাদেশীকে লুসিয়ানায় স্থানান্তর করা হয়। তারাও অনশন ভেঙ্গেছেন। ওয়াশিংটন দূতাবাসের কর্মকর্তারা তাদের সঙ্গেও যোগাযোগ করছেন।
×