ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কলম্বো টেস্ট

বোলারদের দাপট অব্যাহত

প্রকাশিত: ০৫:৫১, ২৪ অক্টোবর ২০১৫

বোলারদের দাপট অব্যাহত

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বো টেস্টে চলছে বোলারদের দাপট। প্রথম দিনের মতো শুক্রবার দ্বিতীয় দিনে উইকেট পড়েছে ১১টি। তা সত্ত্বেও ভাল অবস্থানে শ্রীলঙ্কা। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে ১৬৩ রানে গুটিয়ে দেয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৭৬ রান। ৩১ রান নিয়ে ব্যাট করছেন ওপেনার কুশল সিলভা। ৫ রানে সঙ্গী দীনেশ চান্দিমাল। সব মিলিয়ে প্রথম ইনিংসে ২০০ রানে অলআউট হওয়া লঙ্কানদের লিড ১১৩ রানের। পি সারা ওভালের উইকেটের যা চরিত্র তাতে মিডল অর্ডারে এ্যাঞ্জেলো ম্যাথুসরা দৃঢ়তা দেখালে দারুণ কিছুর সম্ভাবনা থকাবে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট জিতে ইতোমধ্যে ১-০তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। সিরিজ বাঁচাতে হলে তাই কলম্বোয় জিততেই হবে অতিথি ক্যারিবীয়দের। বৃহস্পতিবার প্রথম দিনে ৬৬ ওভারে ঠিক ২০০ রানে অলআউট হয় টস জিতে ব্যাটিং নেয়া লঙ্কানরা। সর্বোচ্চ ৬৮ রান আসে ছয় নম্বরে নামা নবীন মিলিন্দা শ্রীবর্ধনের ব্যাট থেকে। এছড়ার কোন হাফ সেঞ্চুরি নেই। ক্যারিবীয়দের হয়ে ৪ উইকেট দখল করেন অভিষিক্ত স্পিনার জোমেল ওয়ারিকান। শুক্রবার ১ উইকেটে ১৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। স্বাগতিকদের সাঁড়াশি বোলিংয়ের মুখে স্বস্তিতে ছিল না অতিথিরা। সকালে স্কোর বোর্ডে ৩৭ রান তুলতে আরও ২ উইকেট হারায় জেসন হোল্ডারের দল। পেসার ধাম্মিকা প্রসাদের শিকারে পরিণত হন দেবেন্দ্র বিশু (১৩) ও শাই হোপ (৪)। ২ রান করা তারকা ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোকেও তুলে নেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। একপ্রান্তে মহাসংগ্রাম চালন ক্রেইগ ব্রেথওয়েট। ইনিংসের সর্বোচ্চ ৪৭ রান করে শ্রীবর্ধনের শিকারে পরিণত হন এই ওপেনার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২১ আট নম্বরে নামা অধিনায়ক হোল্ডারের। কেমার রোচ অপরাজিত ১৭ ছাড়া উল্লেখ করার মতো রান নেই। লঙ্কানদের হয়ে সফল প্রসাদ ৪, স্পিনার দিলরুয়ান পেরেরা ৩ ও শ্রীবর্ধনে নেন ২ উইকেট। ৩৭ রানে এগিয়ে থেকে শুরু করলেও দ্বিতীয় ইনিংসে প্রথমেই ধাক্কা খায় লঙ্কানরা। রানের খাতা খোলার আগে ওপেনার দিমুথ করুনারতেœকে (০) ফেরান পেসার জেরমো টেইলর। দলীয় ৫৫ রানে অভিষিক্ত কুশল মেন্ডিজকে তুলে নেন ওয়ারিকান। স্কোর কার্ড ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২০০/১০ (৬৬ ওভার; শ্রীবর্ধনে ৬৮, হেরাথ ২৬*, চান্দিমাল ২৫, কুসাল পেরেরা ১৬, ম্যাথুস ১৪, করুনারতেœ ১৩; ওয়ারিকান ৪/৬৭, হোল্ডার ২/২২, টেইলর ২/৫০) ও দ্বিতীয় ইনিংস ৭৬/২ (৩১ ওভার; কুশল মেন্ডিস ৩৯, কুশল সিলভা ৩১*, চান্দিমাল ৫*, করুনারুতেœ ০; টেইলর ১/১৫, ওয়ারিকান ১/২১)। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ১৬৩/১০ (৬৪.২ ওভার; ব্রেথওয়েট ৪৭, হোল্ডার ২১, ব্লাকউড ১৬, রামদীন ১৪, স্যামুয়েলস ১৩, বিশু ১৩, রোচ ১৭*)। ** দ্বিতীয় দিন শেষে
×