ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত চার

প্রকাশিত: ০৫:৪৬, ২৪ অক্টোবর ২০১৫

সাতক্ষীরায় হামলায় প্রতিবন্ধী নারীসহ আহত  চার

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ তালা উপজেলার জাতপুর গ্রামে ভূমিদস্যুদের হামলায় প্রতিবন্ধী নারীসহ ৪ জন আহত হয়েছে। এ সময় দুর্বৃত্তরা আহত তিন নারীকে শ্লীলতাহানীর চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলো জাতপুর গ্রামের আকবার বিশ্বাসের পুত্র সামাদ বিশ্বাস (৫২), তার স্ত্রী প্রতিবন্ধী রাহিলা খাতুন (৪০), পুত্রবধূ হালিমা খাতুন (২৫) এবং স্ত্রীর ছোট বোন রাজিয়া খাতুন (৩৪)। হামলাকারীরা এ সময় সামাদ বিশ্বাসের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের রক্ষা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত প্রতিবন্ধী রাহিলা খাতুন জানান, শুক্রবার সকালে তাদের গাছ থেকে একটি নারিকেল পড়লে সেটি তার পুত্রবধূ হালিমা খাতুন কুড়িয়ে আনতে যায়। এ সময় পার্শ¦বর্তী আমজাদ বিশ্বাসের নেতৃত্বে তার স্ত্রী, পুত্র, ভাইসহ ১০Ñ১৫ জন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে তার চিৎকারে শুনে দু’বোন তাকে রক্ষা করতে এগিয়ে এলে সকলে মিলে তিন মহিলাকে বেধড়ক মারপিট করে এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। পরে রাহিলা খাতুনের স্বামী সামাদ বিশ্বাস এগিয়ে এলে তাকেও মারপিট করে তার ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেয়। এ সময় জাতপুর ক্যাম্পের পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে।
×