ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নাটোরে প্রতিমা ভাংচুর প্রতিবাদে আল্টিমেটাম

প্রকাশিত: ০৫:৪৬, ২৪ অক্টোবর ২০১৫

নাটোরে প্রতিমা ভাংচুর  প্রতিবাদে আল্টিমেটাম

সংবাদাতা, নাটোর, ২৩ অক্টোবর ॥ গুরুদাসপুরে মন্দিরের দুর্গা প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। প্রতিবাদে লাঠি হাতে ও রাস্তায় টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন। শুক্রবার ভোরে উপজেলার চাঁচকৈড় কাচারীপাড়া দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম ও মন্দির কমিটির সভাপতি মাধব চন্দ্র শীল জানান, শুক্রবার ভোর চারটার দিকে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অশূর এবং একই মন্দিরে বাবা লোকনাথের প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে। পরে সকালে এলাকার লোকজন মন্দিরে গিয়ে প্রতিমাগুলো ভাংচুর করা অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনার প্রতিবাদে চাঁচকৈড় বাজারে বিক্ষুব্ধ লোকজন রাস্তায় আগুন জ্বালিয়ে যানচলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে জেলা প্রশাসক মশিউর রহমান পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জীসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের খুঁজে বের করার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মন্দির কমিটির সভাপতি মাধব চন্দ্র শীল এ ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করে বলেন, প্রশাসনের অবহেলার কারণেই এ ধরনের ঘটনা ঘটেছে। ঘটনায় সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন তিনি। বেঁধে দেয়া সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেবেন বলে জানান তিনি। পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী বলেন, ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দাবি করে তিনি বলেন, প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের শাস্তি পেতে হবে।
×