ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোবট শেফের রান্না

প্রকাশিত: ১৯:২০, ২১ অক্টোবর ২০১৫

রোবট শেফের রান্না

অনলাইন ডেস্ক ॥ স্মার্ট ফোনের বিভিন্ন অ্যাপের সাথে আমাদের জীবন জড়িয়ে গেছে। এখন এই অ্যাপ ব্যবহার করে আপনার রান্নার কাজটাও সেরে ফেলতে পারেন। আপনার পক্ষ হয়ে এই কাজটি করে দেবে একটি রোবট শেফ, যার নাম সেরেনেটি। কয়েক মিনিটের মধ্যেই আপনার জন্যে তৈরি হয়ে যাবে রেস্তোরার খাবারের মতো সুস্বাদু সব খাবার। এই রোবট দিয়ে রেস্তোরায় রান্নার আয়োজন করেছেন অ্যামেরিকার একজন ব্যবসায়ী টিমোথি চেন তিনি বলেন,স্যুপ, সালাদ, পাস্তা, ভাত- সবই রান্না করে দিতে পারে এই রোবট শেফ। সকালের নাস্তায় ডিম ভাজা থেকে শুরু করে নানা রকমের তরকারিও রান্না করতে পারে। কিন্তু কিভাবে তৈরি করা হয় এই খাবার? রান্নার জন্যে যেসব উপাদান লাগবে সেগুলো তৈরি করে ছোট ছোট প্যাকেটে ঢুকিয়ে দিতে হয় একটি মেশিনের ভেতরে। তারপর একটি অ্যাপ আপনাকে বলে দিতে পারবে এসব উপাদান দিয়ে কি কি খাবার বানানো সম্ভব। “আপনি সঠিক রেসিপিটি সিলেক্ট করুন। তারপর চলে যান রান্নার অপশনে। সেখানে – ‘এখন রান্না করুন’ এই অপশনে ক্লিক করুন। আর তখনই রোবট শেফ আপনার জন্যে রান্না করতে শুরু করবে।” এই রোবট শেফ তৈরি করতে খরচ পড়বে দেড়শো মার্কিন ডলার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে খাবারটি তৈরি করা হলো সেটি খেতে ক্যামন। যারা খেয়েছেন তারা বলছেন, খুবই মজা। দারুণ। সূত্র: বিবিসি বাংলা
×