ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ০৮:০৩, ১৪ অক্টোবর ২০১৫

ঢাবি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ‘খ’-ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন। প্রকাশিত ফলে দেখা যায়, মোট ২৯ হাজার ৬৪৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন চার হাজার ৩৫১ জন। পাসের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ। উত্তরপত্রে বিভিন্ন অসঙ্গতির কারণে ৩৭২টি খাতা বাতিল করা হয়েছে। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ) অথবা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে উট কঐঅ <জঙখখ> লিখে ১৬৩২১ এ প্রেরণের মাধ্যমে জানা যাবে। উপাচার্য আরেফিন সিদ্দিক জানান, পাসকৃত শিক্ষার্থীদের আগামী ১৮ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যে ওয়েবসাইটে (ধফসরংংরড়হ.বরং.ফঁ.ধপ.নফ) গিয়ে বিষয় পছন্দ ফরম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কোটার ফরম ১৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর ২০১৫ তারিখের মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। খ-ইউনিটের বিষয় মনোনয়নের সাক্ষাতকার শুরু হবে আগামী ৮ নবেম্বর থেকে।
×