ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফিফা বিশ্বকাপ বাছাই

কিরগিজস্তানের কাছে এবারও হারল বাংলাদেশ

প্রকাশিত: ০৮:০১, ১৪ অক্টোবর ২০১৫

কিরগিজস্তানের কাছে এবারও হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ শক্তি-সামর্থ্যে ব্যবধান থাকলেও বিশকেকে লড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার রাতে বিশ্বকাপ বাছাইপর্বের এ্যাওয়ে ম্যাচে (এশিয়া জোনের ‘বি’ গ্রুপ) কিরগিজস্তানের বিশকেকে দোলেনা ওমুরজাকোভ স্টেডিয়ামে স্বাগতিক কিরগিজস্তানের কাছে ০-২ গোলে হেরেছে বাংলাদেশ। বিজয়ী দল প্রথমার্ধ এগিয়ে ছিল ১-০ গোলে। গত ১১ জুনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে একই দলের কাছে হোম ম্যাচে ৩-১ গোলে পরাভূত হয়েছিল বাংলাদেশ। ২০০৭ সালে ‘নেহেরু কাপ’-এ নয়াদিল্লীতে ৩-০ গোলে এবং ২০০৮ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইয়ে বিশকেকে ১-২ গোলে কিরগিজদের কাছে হেরেছিল লাল-সবুজরা। ‘বি’ গ্রুপে বাংলাদেশ পাঁচ দলের মধ্যে আছে সর্বশেষ স্থানে। ৫ খেলায় ১ ড্র ও ৪ হারে তাদের সংগ্রহ ১ পয়েন্ট। সমান ম্যাচে ২ জয়, ২ ড্র ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কিরগিজস্তান। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে জর্দান। বাংলাদেশর পক্ষে অভিষেক হয়ে টিম বিজেএমসির তরুণ ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনের। বাংলাদেশের কোচ হিসেবেও অভিষেক ঘটে ইতালিয়ান ফ্যাবিও লোপেজ। প্রথম পরীক্ষায় হারলেন তিনি। যদিও ‘ফুটবলে সবই সম্ভব’ বলেছিলেন তিনি! কিরগিজস্তানের অতিরিক্ত ঠা-া আবহাওয়াটাই মনে হয় লোপেজের আশায় ছাই ঢেলে দিয়েছে। ফিফা র‌্যাঙ্কিংয়ে কিরগিজস্তানের চেয়ে ৩৬ ধাপ পিছিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশ দল ॥ শহীদুল, রায়হান, তপু, নাসির (রেজাইল), কমল, হেমন্ত (জুয়েল), মোনায়েম, জামাল, রনি (তকলিস), জীবন ও মামুনুল।
×