ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতে ডালের দাম বেড়েছে

প্রকাশিত: ০৭:৫৯, ১৪ অক্টোবর ২০১৫

ভারতে ডালের দাম বেড়েছে

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতে মসুরসহ সব ধরনের ডালের দাম বেড়েছে। এক সপ্তাহে এর দাম ৪০ থেকে ৫০ শতাংশ বেড়েছে। পেঁয়াজের পর এবার দেশটির খুচরা বাজারে বেড়েছে ডালের দাম। নিত্যপণ্যের বাজারে এসব ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়ছে সাধারণ ক্রেতারা। অনাবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়াই দ্রব্যমূল্যের এই উর্ধগতি কারণ। নরেন্দ্র মোদির সরকার একের পর এক কর্মসূচী নিলেও কাজে আসছে না কোনকিছুই। কয়েক মাস ধরেই ডালের দর উর্ধমুখী ছিল। ক’দিন আগের পেঁয়াজের উর্ধমূল্যের ঝাঁঝ কমতে না কমতেই এবার ডালের দাম বেড়েছে ভারতে। দেশটির সাধারণ মানুষের নিত্যদিনের খাদ্যতালিকার এই প্রোটিনের উৎসের দাম গিয়ে ঠেকেছে কেজিপ্রতি ১৮০ থেকে ২০০ রুপীতে যা আগে ছিল ১২০ থেকে ১৪০ রুপী। এমন পরিস্থিতিতে ভোগ্যপণ্যের বাজারে কেনাকাটায় নাভিশ্বাস উঠছে ক্রেতাদের। আশঙ্কা করা হচ্ছে চলতি বছর এই দাম ২৫০ রুপী ছাড়িয়ে যেতে পারে।
×