ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এগিয়ে যেতে চায় প্রোটিয়ারা, ইন্দোরে ভারত-দ. আফ্রিকা দ্বিতীয় ওয়ানডে আজ

সমতা ফেরাতে মরিয়া ভারত

প্রকাশিত: ০৫:৩৮, ১৪ অক্টোবর ২০১৫

সমতা ফেরাতে মরিয়া ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ হারলেই সিরিজ শেষ, কিংবা ফল নির্ধারণী ম্যাচকে সাধারণত ‘ডু অর ডাই’ বলা হয়। ইন্দোরে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করবে ভারত। অথচ এটিকে ‘ডু অর ডাই’ বলছেন খোদ ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি! কারণটা অনুমেয়, টি২০তে টানা দুই হারে সিরিজ খোয়ানোর পর কানপুরে প্রথম ওয়ানডেতে জয়ের অবস্থায় থেকেও মোড়লদের হারতে হয়। ঘরের মাটিতে টানা তিন হার মেনে নিতে কষ্ট হচ্ছে ধোনির, তাই তো দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে মরিয়া রঙিন পোশাকের ভারত সেনাপতি। প্রশ্ন উঠেছে ধোনির নেতৃত্ব নিয়েও, ক্যাপ্টেন কুলকে বাঁচাতে উইলো হাতে আরও একবার ঝলসে উঠতে চান রোহিত শর্মা। স্বাগতিকদের বড় চিন্তা অশ্বিনের ইনজুরি। ‘প্রথম ওয়ানডেতে আমাদের বোলিং মোটেই ভাল হয়নি। তবে অশ্বিন থাকলে, ওরা এত বড় স্কোর করতে পারত না। তারপরও ম্যাচটা আমাদের হাতে ছিল। জয় পাওয়া উচিত ছিল। শেষদিকে কাজটা দায়িত্ব নিয়ে করতে পারিনি। ঘরের মাটিতে টানা তিন ম্যাচে হার মেনে নেয়া কষ্টকর। দ্বিতীয় ওয়ানডেটা আমাদের জন্য অনেকটা ডু অর ডাই। সেভাবেই নামব। জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছি না। ব্যাটসম্যানরা দারুণ ছন্দে, এখন বোলিংটা ভাল হলেই হলো।’ বলেন ধোনি। ঘুরে ফিরে বোলিং প্রসঙ্গ টেনে আনার কারণ অশ্বিন। প্রথম ম্যাচে ৩০৩ রানের বড় স্কোর গড়ে দক্ষিণ আফ্রিকা জেতে ৫ রানে। সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়ে নিজের চতুর্থ ওভারেই মাঠ ছাড়েন অশ্বিন। তার পরিবর্তে অমিত মিশ্রর সঙ্গে আজ দেখা যেতে পারে অভিজ্ঞ হরভজন সিংকে। লক্ষ্যটা ভালই তাড়া করছিল ভারত। শেষদিকে ধোনি-রায়নাদের ব্যর্থাতায় হারতে হয়েছে। তার আগে ওপেনার রোহিত শর্মার ১৫০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন। ভাল করেন অজিঙ্কা রাহানেও (৬০)। প্রতিভাবান রাহানের তিন নম্বর পজিশনেই খেলা উচিত বলে মনে করেন ধোনি, ‘রাহানের মতো ব্যাটসম্যানকে সবসময় প্রথম তিনেই ব্যাটিং করা উচিত। কারণ নিচের দিকে ওর রান করতে অসুবিধা হবে। আমি ওকে ওপরেই খেলাতে চাই, প্রথম তিনেই রাখতে চাই।’ লম্বা লাইনআপের পরও ব্যাটসম্যানের অভাববোধ করছেন ভারত অধিনায়ক। ধোনি আরও যোগ করেন, ‘আমার আসলে এমন একজন ব্যাটসম্যান প্রয়োজন যে শেষদিকে নেমে কম বলে গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলে দিতে পারে।’ এক্ষেত্রে স্টুয়ার্ট বিনির জায়গায় তরুণ গুরকিরাত সিংয়ের সুযোগ হতে পারে। সেøা কন্ডিশনে প্রতিপক্ষের দুর্বলাতায় আঘাত হানতে ইন্দোরে আজ তিন স্পিনার নামাতে পারে ভারত!
×