ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

লিটনের আন্তসমর্পনের স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনে শুনানি বুধবার

প্রকাশিত: ০০:১৯, ১৩ অক্টোবর ২০১৫

লিটনের আন্তসমর্পনের স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনে শুনানি বুধবার

স্টাফ রিপোর্টার॥ গাইবান্ধার সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের যে আদেশ হাই কোর্ট দিয়েছে, তা স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হবে বুধবার। অ্যার্টনি জেনারেল মাহবুবে আলম মঙ্গলবার অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে এই আবেদন উপস্থাপন করার পর লিটনের আইনজীবী সময়ের আবেদন করেন।পরে আদালত শুনানির জন্য বুধবার দিন ঠিক করে দেয় বলে এ্যাটর্নি জেনারেল জানান। সোমবার শিশু সৌরভ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন খারিজ করেন হাইকোর্ট। সেইসঙ্গে তাকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে গাইবান্ধার বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন দ্বৈত বেঞ্চ সোমবার এই আদেশ দেন। আদেশের পর এ্যাটর্নি জেনারেল বলেছিলেন , হাই কোর্ট যে নির্দেশনা দিয়েছেন, এর বিরুদ্ধে মঙ্গলবার আপীল বিভাগের চেম্বার জজের আদালতে আবেদন (সিএমপি) করব। হাই কোর্টের দেওয়া এই নির্দেশনা স্থগিতের প্রার্থনা করব, যাতে পুলিশ তাকে তাৎক্ষনাত গ্রেফতার করতে পারে। সেই অনুযাযী মঙ্গলবার হাইকোর্টে আপীল করেন।
×