ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেনাপ্রধানের সঙ্গে উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধি দলের সাক্ষাত

প্রকাশিত: ০৬:০০, ১৩ অক্টোবর ২০১৫

সেনাপ্রধানের সঙ্গে উচ্চপর্যায়ের চীনা প্রতিনিধি দলের সাক্ষাত

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে বাংলাদেশ সফররত চীনা সামরিক প্রতিনিধি দলের প্রধান পিএলএ চেংদু মিলিটারি রিজিওন কমান্ডের কমান্ডার জেনারেল লি জুচেং আজ সোমবার ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী সদর দফতরে সৌজন্য সাক্ষাত করে। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জেনারেল লি জুচেংয়ের নেতৃত্বে চীনা সেনাবাহিনীর ৬ সদস্যের প্রতিনিধি দলটি ৩ দিনের সফরে গত ১১ অক্টোবর বাংলাদেশে আসে। ‘নেভি জুয়েলস’ স্কুল উদ্বোধন ॥ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব সোমবার বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার ব্যবস্থাপনায় নৌবাহিনী সদর দফতর এর আবাসিক এলাকায় শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘নেভি জুয়েলস’ স্কুলের উদ্বোধন করেছেন। -আইএসপিআর বিএসএমএমইউ’র নয়া উপ-উপাচার্যকে সংবর্ধনা রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে গত ১০ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (প্রশাসন), চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী। বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ আভা হোসেন। -বিজ্ঞপ্তি নর্দার্ন ইউনিভার্সিটি ও ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ার চুক্তি স্বাক্ষর গত ১১ অক্টোবর নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের কর্পোরেট অফিসে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে নর্দার্ন ইউনিভার্সিটির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন নর্দার্ন ভার্সিটির ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ্। -বিজ্ঞপ্তি চাইল্ড হেল্পলাইন সম্প্রসারণে গ্রামীণফোন স্টাফ রিপোর্টার ॥ ঝুঁকিপূর্ণ শিশুদের সহায়তায় চাইল্ড হেল্পলাইন- ১০৯৮ সম্প্রসারণ কার্যক্রমে দেশে প্রথমবারের মতো অংশীদার হয়েছে গ্রামীণফোন। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে কার্যক্রম সম্প্রসারণে ইউনিসেফের সঙ্গে গ্রামীণফোনের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এ্যাডওয়ার্ড বেগবেডার ও গ্রামীণফোনের চীফ মার্কেটিং অফিসার ইয়াসির আজমান, চীফ কর্পোরেট অফিসার মাহমুদ হোসেন ও টেলিনরের চীফ রিপ্রেজেন্টেটিভ অফিসার হ্যান্স মার্টিন হোয়েগ হেনরিকসন প্রমুখ। ইউনিসেফ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেডার বলেন, চাইল্ড হেল্পলাইন এতোটাই সফল হয়েছে যে, আমরা এ সেবার সম্প্রসারণ করতে চেয়েছি। গ্রামীণফোন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে একসঙ্গে কাজ করার মাধ্যমে আমাদের সে চাওয়াটা আজ বাস্তবে পরিণত হয়েছে।
×