ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিবাড়ির সামনে পানিপথ!

প্রকাশিত: ০৫:৩৫, ১৩ অক্টোবর ২০১৫

প্রতিবাড়ির সামনে পানিপথ!

নেদারল্যান্ডের ছোট্ট একটি শহর গেইথর্ন। শহরটির বাসিন্দারা যাতায়াতের জন্য সম্পূর্ণ নির্ভর করেন জলপথের ওপর। শহরের প্রতিটা বাড়ির সামনে দিয়ে পরিকল্পিতভাবে খাল কেটে নিয়ে যাওয়া হয়েছে যাতে সবাই নৌকায় করে যাতায়াত এবং মালামাল পরিবহনের কাজটা সারতে পারেন। এ কারণে শহরের কেউ গাড়ি ব্যবহার করে না। -ওয়েবসাইট মনুষ্যবিহীন শহর যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো মরুভূমিতে তৈরি হচ্ছে নতুন এক শহর। ৩৫ হাজার নাগরিকের ধারণক্ষমতাসম্পন্ন সেই শহরে থাকবে আলাদা ব্যবসা কেন্দ্র আবাসিক এলাকা, শপিং মল আর চার্চ। কিন্তু শহরটিতে স্থায়ীভাবে কেউ বসবাস করবে না। বরং নতুন উদ্ভাবিত প্রক্তির কার্যক্ষমতা নিয়ে চলবে নানা পরীক্ষা। ১শ’ কোটি মার্কিন ডলার খরচ করে ১৫ বর্গ মাইল জায়গা জুড়ে ‘সাইট (সেন্টার ফর ইনোভেশন, টেস্টিং এ্যান্ড ইভ্যালুয়েশন)’ শহরটি তৈরি করছে একটি টেলিকমিউনিকেশন্স প্রতিষ্ঠান। কেবল নতুন প্রযুক্তি পরীক্ষার জন্যই তৈরি হচ্ছে শহরটি। -ওয়েবসাইট
×