ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ঐক্যবদ্ধ’ হতে লিবিয়ানদের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান

প্রকাশিত: ২৩:২৫, ১০ অক্টোবর ২০১৫

‘ঐক্যবদ্ধ’ হতে লিবিয়ানদের প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান

অনলাইন ডেস্ক ॥ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ শুক্রবার লিবিয়ায় ঐকমত্যের সরকার গঠনে একটি সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে। নিরাপত্তা পরিষদ শান্তি চুক্তিকে সমর্থন দিতে দেশটির সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। বিবৃতিটি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য সর্বসম্মতিক্রমে অনুমোদন করে। এতে ‘এই সমঝোতার আওতায় দেশটিতে সকল পক্ষের মধ্যে পুনর্মিলন ঘটাতে মনেপ্রাণে চেষ্টা চালানোর জন্য’ লিবিয়ার সকল মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এতে আরো বলা হয়, ‘এই সমঝোতাটির মাঝেই লিবীয় জনগণের আশা ও আকাক্সক্ষা রয়েছে।’ নিরাপত্তা পরিষদ পুনরাবৃত্তি করে বলে, ‘যারা লিবিয়ার শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে অথবা যারা দেশটির রাজনৈতিক পরিবর্তনের সফল বাস্তবায়নকে অবমূল্যায়ন করবে তাদের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে।’ বিবৃতিতে ইউএন মিশন ইন লিবিয়া (ইউএনএসএমআইএল)কে চুক্তি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও সরকারের মধ্যে সমন্বয় সাধন করতে বলা হয়। এই চুক্তিটির মাধ্যমে রাজনৈতিক অস্থিরতার অবসানের চেষ্টা করা হচ্ছে। ২০১৪ সালের আগস্ট মাস থেকে দেশটিতে অস্থিরতা দেখা দেয়।
×