ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সন্দ্বীপে জোড়া খুনের ঘটনায় মিশুসহ আটক চার

প্রকাশিত: ০৫:৫৬, ১০ অক্টোবর ২০১৫

সন্দ্বীপে জোড়া খুনের  ঘটনায় মিশুসহ  আটক চার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সন্দ্বীপ উপজেলায় কোরবানি ঈদের আগে গরুর বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলিতে দুইজন নিহতের ঘটনায় মামলার প্রধান আসামি মিশু গ্রুপের প্রধান ফজলে এলাহী মিশুকে অস্ত্র ও তিন সহযোগীসহ গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি পিস্তল, দুটি একনলা বন্দুক, দুটি শটগান, পাঁচ রাউন্ড গুলি, শতাধিক গুলির খোসা এবং দশটি ধারালো অস্ত্র। বুধবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত খুলনা ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ও সন্তোষপুর এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকে টানা সতের দিনের অভিযানে মিশু এবং তার সহযোগী রুবেল, লুৎফর ও রিয়াজকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ। এরমধ্যে ফজলে এলাহী মিশু ওই মামলার প্রধান আসামি। পুলিশ সন্দ্বীপের বাউরিয়া এলাকায় অভিযানে গেলে প্রধান আসামি ফজলে এলাহী মিশু পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে সে ডান পায়ে গুলিবিদ্ধ হয়। পুলিশ জানায়, গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে বসতঘরের আলমারি থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি দেশী বন্দুক, ২টি শটগান, ৫ রাউন্ড রাইফেলের গুলি এবং ১০টি বিভিন্ন সাইজের কিরিচ উদ্ধার করা হয়।
×