ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুসুলভ ॥ সন্দীপ মিত্র

প্রকাশিত: ০৫:৫৫, ১০ অক্টোবর ২০১৫

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুসুলভ ॥ সন্দীপ মিত্র

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৯ অক্টোবর ॥ রাজশাহী কার্যালয়ের ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্র বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত মধুর, আত্মীক ও বন্ধুসুলভ। এদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের আত্মীক সম্পর্ক সেই আদিকাল থেকেই । তাই ভারত বাংলাদেশের পাশে সব সময় আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। শুক্রবার দুপুরে নওগাঁ শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী রাধা-গোবিন্দ জিঁউ ঠাকুরবাড়ি (আখড়াবাড়ি) পরিদর্শনে এলে তাকে দেয়া সংবর্ধনার জবাবে তিনি কথাগুলো বলেন। এদিন দুপুর ১২টায় তিনি সস্ত্রীক মন্দিরটি পরিদর্শন করেন। তিনি নওগাঁর মানুষের আতিথেয়তায় সন্তোষ প্রকাশ করেন। তিনি এদেশের মানুষের সুবিধার জন্য অনলাইন পদ্ধতিতে ভিসা প্রদান সহজ করার আশ্বাস দেন। নওগাঁ আখড়াবাড়ির সভাপতি পরিতোষ কুমার সাহার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী হাইকমিশনারের সহধর্মিণী শ্রীমতি মীরা মিত্র।
×