ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার পেলেন হালিম আজাদ

প্রকাশিত: ০৫:৪৭, ১০ অক্টোবর ২০১৫

নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার পেলেন হালিম আজাদ

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ কবি ও সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান বার্তা সম্পাদক এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ মুক্তিযুদ্ধবিষয়ক কিশোর উপন্যাস ‘নীল বাঙ্কার’-এর জন্য এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার পেয়েছেন। সংস্থাটি মুক্তিযুদ্ধবিষয়ক ক্যাটাগরিতে বইটিকে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য নির্বাচিত করে। শুক্রবার বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এম নুরুল কাদের ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং বিশেষ অতিথি বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান কবি হালিম আজাদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম নুরুল ফাউন্ডেশনের চেয়ারম্যান রোকেয়া কাদের। বক্তব্য রাখেন মোস্তফা হোসেইন, ওমর কাদের খান ও ভিদিয়া অমৃত খান। মুক্তিযুদ্ধের সময়ে কয়েকজন কিশোর মুক্তিযোদ্ধার সাহসী কার্যক্রমের ওপর লিখিত উপন্যাসটি বাস্তব ঘটনাপ্রবাহের ওপর রচিত। এ ছাড়াও এবার এম নুরুল কাদের সাহিত্য পুরস্কারের অন্যান্য ক্যাটাগরিতে সৈয়দ নাজাত হোসেন, আহমেদ রিয়াজ, বিপ্লব নন্দী ও গোলাম মাহমুদ হাসান পুরস্কার লাভ করেন।
×