ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিরগিজস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন মামুনুলরা

প্রকাশিত: ০২:২০, ১০ অক্টোবর ২০১৫

 কিরগিজস্তানের উদ্দেশে ঢাকা ছাড়লেন মামুনুলরা

অনলাইন ডেস্ক ॥ ফিফা বিশ্বকাপ-২০১৮ এর এশিয়া অঞ্চলের ‘বি’ গ্রুপের বাছাইপর্বে অ্যাওয়ে ম্যাচ খেলতে কিরগিজস্তানের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে দুবাই হয়ে বিশকেকগামী ফ্লাইটে চড়েছেন তারা। আগামী ১৩ অক্টোবর কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে বাংলাদেশ কিরগিজদের বিপক্ষে হোম ম্যাচে ৩-১ গোলে হেরেছে। তবে এবার নতুন কোচ ফ্যাবিও লোপেজের অধীনে প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছে মামুনুলরা। তাই ম্যাচ নিয়ে একটু বাড়তি আগ্রহ কাজ করছে। কিরগিজস্তান মিশনে প্রস্তুতি নিয়ে আশাবাদী ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ। তিনি বলেছেন, ‘আমরা কখনো ড্রয়ের জন্য সেখানে যাব না। অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে জয়।’ এদিকে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে অধিনায়ক মামুনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, ‘হোম ম্যাচে হারলেও অ্যাওয়ে ম্যাচ নিয়ে আমরা আশাবাদী। একটা ইতিবাচক ফল আমরা দেশের জন্য বয়ে আনতে পারব বলে আমার বিশ্বাস।’ দলের সিনিয়র স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি পেটের টিউমারে অস্ত্রোপচারের কারণে কিরগিজস্তানগামী দলে নেই। তার পরিবর্তে আক্রমণভাগের দায়িত্ব থাকছে টিম বিজেএমসিতে খেলা তরুণ স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন। জীবনকে নিয়ে কোচ ফ্যাবিও লোপেজ ও অধিনায়ক মামুনুল ইসলাম আশাবাদী। জীবনও আশা করছেন গুরু দায়িত্ব সফলভাবে পালনের।
×