ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মহাদেবপুরে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০০:০৮, ৯ অক্টোবর ২০১৫

মহাদেবপুরে যুবককে পিটিয়ে হত্যার  ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মহাদেবপুর উপজেলার সেই আলোচিত গাভি বিক্রির টাকা না দেয়ার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী ইউপি সদস্য ইউনুস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে উপজেলার কাঞ্চনঘাট এলাকা থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই লালবুর রহমান গ্রেফতার করেন। গত ৩০ সেপ্টেম্বর বিক্রিকরা গাভির টাকা না দেয়ার অভিযোগে রাতে সুমন রহমান (৩০) নামে এক যুবককে সালিশে লাঠিপেটা করে ওই ইউপি সদস্যসহ স্থানীয় লোকজন হত্যা করে। ঘটনাটি ঘটে উপজেলার খাজুর ইউনিয়নের রোনাইল আবাসন প্রকল্পে। স্থানীয় আজিজার রহমানের ছেলে সুমন রহমান (৩০) প্রায় ১মাস আগে প্রতিবেশি ভোদর আলীর কাছ থেকে একটি গাভি ২০ হাজার টাকায় ক্রয় করে। এই গাভি বিক্রির টাকা ভোদর আলীকে না দিয়ে বাড়ি থেকে সুমন রহমান পালিয়ে যায়। ওই রাতে সুমন রহমান বাড়িতে এলে সেখানে গাভির টাকা না দেয়ার অভিযোগে ডাকা সালিশে তাকে লাঠিপেটা করা হয়। এ ঘটনায় ওই ইউপি সদস্যসহ ৮ জনকে আসামী করে নিহতের ভায়রা বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি হত্যা মামলা
×