ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এক লাখ ৬০ হাজার ইঁদুর মেরে জাতীয় চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৭:৫৬, ৯ অক্টোবর ২০১৫

এক লাখ ৬০ হাজার ইঁদুর মেরে জাতীয় চ্যাম্পিয়ন

জনকণ্ঠ ডেস্ক ॥ এবার ইঁদুর মেরে জাতীয় পুরস্কার পেলেন আব্দুল খালেক মিরবহর নামে এক কৃষক। গত ১২ মাসে ১ লাখ ৬১ হাজার ২২০টি ইঁদুর মেরে রেকর্ড গড়েন ৫৫ বছর বয়সী এই কৃষক। এ জন্য তাকে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হয়েছে। খবর টেলিগ্রাফ অনলাইনের। বুধবার ঢাকায় অনুষ্ঠিত দেশব্যাপী ইঁদুরের হাত থেকে ফসল রক্ষা বিষয়ক এক প্রচার অনুষ্ঠানে তার হাতে পুরস্কারের টাকা তুলে দেয়া হয়। পুরস্কারের জন্য তাকে ইঁদুরগুলোর লেজ স্থানীয় কৃষি অফিসে জমা দিতে হয়েছে। এ ইঁদুর মারতে আব্দুল খালেক বহু নারী স্বেচ্ছাসেবকের সহায়তা নেন। গণমাধ্যমকে তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে আমি ইঁদুর মারছি। আমি এটি মারতে ভালবাসি। ইঁদুর দেশ এবং জনগণের শত্রু। এসব ইঁদুর প্রচুর ফসল এবং বাদাম খেয়ে ফেলে এবং রোগ ছড়ায়। সরকারী কর্মকর্তা বোরহানউদ্দিন বলেন, ইঁদুর মারার জন্য অনেক লোক তাকে পাগল আখ্যা দিয়েছে। তিনি আসলে হ্যামিলনের বংশীবাদকের মতো কাজ করেছেন। বাংলাদেশে প্রতিবছরে ১৫ লাখ টন খাদ্যশস্য নষ্ট করে ইঁদুর।
×