ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ॥ সেনা সদস্যসহ আহত ১৪

প্রকাশিত: ০৬:১৩, ৯ অক্টোবর ২০১৫

সড়ক দুর্ঘটনায় নিহত ছয় ॥ সেনা সদস্যসহ আহত ১৪

জনকণ্ঠ ডেস্ক ॥ বৃহস্পতিবার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ছয়জন। রূপগঞ্জে সেনাবাহিনীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছেন চার সেনাসদস্য। এছাড়া অপর ঘটনায় আহত হয়েছে ১০ বাসযাত্রী। নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : গাজীপুর ॥ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় বৃহস্পতিবার সকালে বাসচাপায় এক নারী নিহত হয়েছে। নিহত রুমা আক্তার (৩০) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মিরিশা এলাকার আবদুল ছালামের মেয়ে। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় লিজ ফ্যাশন নামক পোশাক কারখানায় অপারেটর ছিলেন। কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি জানান, সকাল সোয়া ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রাগামী মাইক্রোবাসকে পেছন দিক থেকে কালিয়াকৈর পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের দরজা খুলে গেলে রুমা রাস্তায় পড়ে যান এবং ওই বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসের চালক পালিয়ে গেলেও বাস ও মাইক্রোবাস দুটি আটক করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় মালবাহী ট্রাক চায়ের দোকানের ওপর উল্টে পড়লে ট্রাকের নিচে চাপা পড়ে ফরিদা বেগম (৪৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ফরিদা বেগম বরিশাল জেলার স্বরূপকাঠীর আকালন গ্রামের মৃত মোস্তফার স্ত্রী। ফরিদা বেগম সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার মালেক ভূঁইয়ার ভাড়াটিয়া ছিলেন। কেরানীগঞ্জ ॥ ঢাকা-নবাবগঞ্জ সড়কের দেওসুর এলাকায় বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে যমুনা পরিবহনের যাত্রীবাহী বাস (মানিকগঞ্জ-জ-০৪০০২৫) খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুহুল আমিন (৫০) মারা যান। এ সময় আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়। নাটোর ॥ সিংড়ায় বাসের ধাক্কায় আব্দুল সামাদ বিশ্বাস (৪৫) নামে অটোভ্যানচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শেরকোল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল সামাদ বিশ্বাস খাগোড়বাড়ীয়া এলাকার মৃত হেলাল বিশ্বাসের ছেলে। পাবনা ॥ শহরের শালগাড়ীয়া সদর হাসপাতাল রোডের ভদ্রাকালী বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী সোহাগ (২৭) মারা গেছেন। বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সোহাগ সদর উপজেলার সিংগাবাইপাস মহল্লার বিপ্লব চৌধুরীর ভাতিজা। ভৈরব ॥ বৃহস্পতিবার দুপুরে ভৈরবে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় অটোরিক্সার এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ যাত্রী। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর ২ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রূপগঞ্জ ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেনাবাহিনীর গানটাওয়ার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সার্জেন্টসহ ৪ সেনাসদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নীলভিটা এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ঘটে এ দুর্ঘটনা। আহতরা হলেন- সেনাবাহিনীর সার্জেন্ট সফিক আহাম্মেদ (৪০), সেনা সদস্য সাদ্দাম হোসেন (৩৩), রুবেল মিয়া (৩০) ও মিলন মিয়া (২৯)। তাদের স্থানীয় আল-রাফি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×