ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ননী তাহেরর বিরুদ্ধে পরবর্তী সাক্ষী ২০ অক্টোবর

প্রকাশিত: ০০:২৯, ৮ অক্টোবর ২০১৫

ননী তাহেরর বিরুদ্ধে পরবর্তী সাক্ষী ২০ অক্টোবর

স্টাফ রিপোর্টার॥ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নেত্রকোনা জেলার মুসলীমলীগ নেতা আতাউর রহমান ননি ও নেজামে ইসলামের ওবায়দুল হক তাহেরের বিরুদ্ধে প্রসিকিউশনের২১ তম সাক্ষী মো: হোসেন আলীর জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী শেষে আসামী পক্ষের আইনজীবী তাকে জেরা করেছেন। পরবর্তী সাক্ষীর জন্য ২০ অক্টোবর দিন নির্ধারন করা হয়েছে। চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বৃহস্পতিবার এ আদেশ প্রদান করেছেন। সাক্ষী তার জবানবন্দীতে বলেন ,রাজাকাররা ফজলুর রহমানসহ কয়েকজনকে ধরে আর্মি ক্যাম্পে নিয়ে যায়। সেখানে ফজলুর রহমানকে খুব মারপিট করে। এর পর নেত্রকোনা শহরের ত্রিমোহনী ব্রীজের কাছে নিয়ে গুলি করে হত্যা করে। প্রসিকিউশন পক্ষে ছিলেন সাবিনা ইয়াসমিন খান মুন্নি । অন্যদিকে আসামী পক্ষে ছিলেন আব্দুস সুবহান তরফদার।
×