ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে দের মাসেও কলেজ ছাত্র হত্যার মূল আসামীরা গ্রেফতার হয়নি

প্রকাশিত: ০০:০৫, ৮ অক্টোবর ২০১৫

ঝালকাঠিতে দের মাসেও কলেজ ছাত্র হত্যার মূল আসামীরা গ্রেফতার হয়নি

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি॥ ঝালকাঠি জেলার বড়ইয়া ইউনিয়নের কলেজ ছাত্র সোহেল রানা হত্যাকারীদের মধ্যে প্রধান আসামী আব্দুল্লাহ আল মাহাবুব ও তার ছেলে শুভ গ্রেফতার হয়নি। নিহত পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রী বরাবরে স্মারক লিপি পুলিশ সুপারের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। গত ২৬ আগষ্ট সকাল সাড়ে ১১ টায় কলেজ থেকে বাড়ীর আসার পথে জায়গা জমি নিয়ে বিরোধের সূত্র ধরে মাহাবুব তার দলবল নিয়ে সোহেল রানাকে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের পিতা আমজাদ আলী ফকির বাদি হয়েছে রাজাপুর থানায় মামলা দায়ের করে। পুলিশ আব্দুল্লাহ আল মাহাবুবের স্ত্রী নারগীস আক্তার নাসিমা সহ ৩ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে নাসিমা আদালত থেকে জামিন লাভ করে। তবে উল্লেখযোগ্য প্রধান আসামীরা এখনো ধরা ছোয়ার বাইরে থেকে নিহতের পরিবারের উপর হুমকি প্রদর্শণ করে চলেছে। আমজেদ আলী ফকির ২৯ সেম্পেম্বর হুমকির ঘটনাটি থানায় জিডি ভুক্ত করেছে। স্মারকলিপি প্রদানের পূর্বে আমজেদ আলী ফকির ঝালকাঠি শহরের পোষ্ট অফিস রোডস্থ তার স্বজনের বাসায় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে। এসময় আমজেদ আলী ফকির তার স্ত্রী রাজিয়া বেগম ও পুত্র মো: হেলাল উপস্থিত ছিলেন। তারা দাবি করেছে পুলিশ মাহাবুব ও তার পূত্রকে গ্রেফতারে গড়িমশি করছে।
×