ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-ক্যাব অনুর্ধ ১৭ ক্রিকেট সিরিজ

বাংলাদেশ প্রথম দিনে ২৬৪/৪

প্রকাশিত: ০৬:০৪, ৮ অক্টোবর ২০১৫

বাংলাদেশ প্রথম দিনে ২৬৪/৪

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও ক্যাব অনুর্ধ ১৭ দলের মধ্যকার চার ম্যাচের সিরিজ শুরু হয়ে গেছে। বিকেএসপিতে বুধবার প্রথম তিনদিনের ম্যাচের প্রথমদিনে ৯২ ওভারে ৪ উইকেটে ২৬৪ রান করেছে বাংলাদেশ। রাতুল খান ৮৪ রান করে। আমিনুল ইসলাম ৭৭ রান করে অপরাজিত আছে। আমিনুলের সঙ্গে মাহমুদুল হাসান (৫*) আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে। ম্যাচে টস জিতে বাংলাদেশ। আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ১১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার ফয়সাল আহমেদ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরে। এরপর থেকেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে রাতুল ও সজিবুল ৮০ রানের জুটি গড়ে। ৪১ রান করে দলের ৯১ রানের সময় সজিবুল আউট হয়ে গেলে তৃতীয় উইকেটেও বড় জুটির দেখা মিলে। এবার রাতুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে ৯৪ রানে জুটি গড়ে আমিনুল। ১৮৫ রানে দিনের সেরা ব্যাটসম্যান রাতুলও আউট হয়ে যায়। চতুর্থ উইকেটে গিয়ে আরেকটি জুটির দেখা মিলে। এবার আমিনুলের সঙ্গে শামীম পাটওয়ারী (৩৫) ৬২ রানের জুটি গড়েই আউট হয়ে যান। এরপর আমিনুল ও মাহমুদুল মিলে দিন শেষ করে। দুই দলের মধ্যকার চারটি তিনদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এ জন্য মঙ্গলবার দুপুরে ঢাকায় পৌঁছেছে ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অনুর্ধ ১৭ দল। সিরিজের দ্বিতীয় তিনদিনের ম্যাচটি ১১ অক্টোবর বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। এরপর দল দুটি চলে যাবে রংপুরে। ১৬ অক্টোবর তৃতীয় ও ২০ অক্টোবর শুরু হবে চতুর্থ তিনদিনের ম্যাচ। রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। ২৪ অক্টোবর বাংলাদেশ ছাড়বে সফরকারী দলটি। কিংবদন্তি গার্ড মুলার অসুস্থ স্পোর্টস রিপোর্টার ॥ জার্মানির কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার আলঝেইমারস রোগে আক্রান্ত। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। বুধবার বেয়ার্ন মিউনিখ এক বিবৃতিতে মুলারের অসুস্থতার কথা জানিয়েছে। আলঝেইমারস রোগ স্মৃতি, চিন্তা আর আচরণের সমস্যা তৈরি করে থাকে। বেয়ার্নের সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগে জানিয়েছেন, গার্ড মুলার বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের একজন। বেয়ার্ন যে কোন প্রয়োজনে মুলার আর তার পরিবারকে সাহায্য করবে। ১৯৭০ সালের বিশ্বকাপে সর্বোচ্চ গোল (১০টি) করে গোল্ডেন বুট জিতেছিলেন মুলার। ১৯৭৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির জয়সূচক গোলটিও তিনিই করেছিলেন। হল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেবার শিরোপা জিতেছিল সাবেক পশ্চিম জার্মানি। দেশের হয়ে ৬২ ম্যাচ খেলে ৬৮ গোল করা মুলার আগামী মাসে ৭০ বছর পূর্ণ করবেন। ‘দ্য বোম্বার’ নামে পরিচিত সাবেক এই স্ট্রাইকার ক্লাব ক্যারিয়ারে করেন ৬৫০ গোল। ২০১২ সালে লিওনেল মেসি ছাড়িয়ে যাওয়ার আগে পর্যন্ত এক বছরে সর্বোচ্চ গোলের রেকর্ডটি মুলারেরই ছিল। রেকর্ড গড়া ৮৫ গোল তিনি করেছিলেন ১৯৭২ সালে। ফরাসী ফুটবলার ডমিনিকের মৃত্যু স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রান্সের সাবেক গোলরক্ষক ডমিনিকে ড্রপসি আর নেই। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার সাবেক ক্লাব বরডুয়েস্ক বিষয়টি নিশ্চিত করেছে। ডমিনিকে ২০১১ সালের মার্চ মাস থেকে লিউকিমিয়া রোগে ভুগছিলেন। ১৯৭৮ সালে ফ্রান্স জাতীয় দলের হয়ে অভিষেক হয় ডমিনিকের। ১৯৮১ সাল পর্যন্ত খেলেন জাতীয় দলের হয়ে। ফ্রান্সের হয়ে তিনি ম্যাচ খেলেছেন ১৭টি।
×