ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেখ কামাল ক্লাব কাপ ফুটবল আয়োজনে প্রস্তুতি সম্পন্ন

প্রকাশিত: ০৬:০২, ৮ অক্টোবর ২০১৫

শেখ কামাল ক্লাব কাপ ফুটবল আয়োজনে প্রস্তুতি সম্পন্ন

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের ফুটবল জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করতে আয়োজন করা হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। খেলা হবে বন্দরনগরী চট্টগ্রামে। ঝিমিয়ে পড়া চট্টগ্রামের ফুটবল পুনর্জাগরণে এই টুর্নামেন্ট বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। স্থানীয় তিন ও বিদেশী পাঁচ, মোট আট দল নিয়ে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে খেলা শুরু হবে ২১ অক্টোবর থেকে। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর। এ লক্ষ্যে গতকাল বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে জনাকীর্ণ এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আয়োজক কমিটির পক্ষ থেকে টুর্নামেন্টের প্রস্তুতিসহ নানা বিষয় অবহিত করা হয়। অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে ঢাকার দুই ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টি ক্লাব, আবাহনী লিমিটেড, চট্টগ্রাম আবাহনী, ভারতের কিংফিসার ইস্ট বেঙ্গল, কলকাতা মোহামেডান, পাকিস্তানের করাচী ইলেক্ট্রিক ফুটবল ক্লাব, শ্রীলঙ্গার সলিড এফসি ও আফগানিস্তানের ডি স্পিনগার বাজান ক্লাব। আমন্ত্রিত দলগুলো (স্থানীয়সহ) বিমান যাতয়াত, থাকা-খাওয়াসহ আনুষঙ্গিক খরচ বহন করবে আয়োজকরা। প্রতিযোগিতার প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার ইউএস ডলার ও রানার্সআপ দল ১০ হাজার ডলার। সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সভাপতি, টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি আলহাজ এমএ লতিফ এমপি, বাফুফের নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সদস্য সচিব, আলহাজ সামশুল হক চৌধুরী এমপিসহ আরও উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও সাবেক তারকা ফুটবলার বাদল রায়, আলহাজ সৈয়দ শাহাব উদ্দিন শামীম, সিজেকেএস অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ আল আমিন ও টুর্নামেন্ট কমিটির সমন্বয়কারী শাকিল মাহমুদ চৌধুরী।
×