ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইল উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্র্থী চূড়ান্ত হয়নি ॥ কাল আবার বৈঠক

প্রকাশিত: ০৭:৪৬, ৭ অক্টোবর ২০১৫

টাঙ্গাইল উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্র্থী চূড়ান্ত হয়নি ॥ কাল আবার বৈঠক

বিশেষ প্রতিনিধি ॥ দীর্ঘ বৈঠক করেও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। মঙ্গলবার প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড মনোনয়ন প্রত্যাশী ১৯ জনের সাক্ষাতকার গ্রহণ করলেও এ বিষয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার পুনরায় বৈঠক বসে প্রার্থিতা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেয়া হবে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কাজী জাফরউল্লাহ এবং বিশেষ আমন্ত্রণে সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় দফতর সম্পাদক এ্যাডভোকেট আবদুল মান্নান ও উপ-দফতর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।
×