ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা ২-০ ভুটান

আফামের জোড়া গোলে জিতেও শ্রীলঙ্কার বিদায়

প্রকাশিত: ০৫:৫৪, ৭ অক্টোবর ২০১৫

আফামের জোড়া গোলে জিতেও শ্রীলঙ্কার বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘এ’ গ্রুপের মঙ্গলবারের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কা। ফরোয়ার্ড আফাম আকরাম জোড়া গোল করেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিল ১-০ গোলে। তবে জিতেও কোন লাভ হয়নি শ্রীলঙ্কার। ভুটানের মতোই বাছাইপর্ব থেকে বিদায় ঘটল তাদের। ‘এ’ গ্রুপে শ্রীলঙ্কার তিন ম্যাচে পয়েন্ট মাত্র তিন। সেখানে তিন ম্যাচে ভুটানের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। ‘ড্রাগন বয়েস’ খ্যাত যে দুর্বল ভুটানের সঙ্গে জিততে পারেনি বাংলাদেশ (১-১), সেই ভুটানকে অনায়াসেই মঙ্গলবার হারিয়েছে ‘লঙ্কান লায়ন্স’খ্যাত শ্রীলঙ্কা। অথচ শ্রীলঙ্কাকেই নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল (২-০) বাংলাদেশ! এজন্য মঙ্গলবার ম্যাচ শেষে বিস্ময়ের সঙ্গে আবারও হতাশা ছড়াল বাংলাদেশ শিবিরে। প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছে ৭-০ গোলের হারেই চূড়ান্ত পর্বে যাবার স্বপ্নটা ধূসর হয়ে গিয়েছিল ভুটানের। আর শ্রীলঙ্কা আগের দুই ম্যাচেই হেরেছে। তাই গ্রুপ রানার্সআপ হবার কোন সুযোগ ছিল না লঙ্কানদের। তবে ভুটানের একটা সমীকরণ ছিল। শেষ ম্যাচে উজবেকিস্তানের কাছে হারতে হবে বাংলাদেশকে। আর ভুটানকে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। কেননা দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে অন্তত গ্রুপ রানার্সআপ হওয়া একরকম নিশ্চিত ছিল বাংলাদেশের। আর জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হতো স্বাগতিকরা। উজবেকিস্তান ৬ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে। তবুও বাংলাদেশের কাছ থেকে এক পয়েন্ট ছিনিয়ে নিয়ে উজ্জীবিত ভুটান নিজেদের শেষ ম্যাচটায় নামে জয়ের লক্ষ্যেই। কিন্তু উল্টো ম্যাচের ১৩ মিনিটেই এক গোল হজম করতে হয় ভুটানকে। ডান প্রান্ত থেকে লঙ্কান অধিনায়ক দানুশকা মদুশঙ্কার কৌণিক পাস বক্সে পেয়ে শটে ফরোয়ার্ড আফাম আকরাম চমৎকার শটে গোল করেন (১-০)। ১৬ মিনিটে ভুটানের মিডফিল্ডার টিসেরিং সামদাপের কর্নার থেকে বল পেয়ে শট নেন নিমা উয়াংদি। কিন্তু বল লঙ্কান ডিফেন্ডারদের গায়ে লেগে ফেরত আসে। ২৪ মিনিটে লঙ্কান ফরোয়ার্ড নিকোলাস নাভিনের ভলি শটে মাথা ছুঁইয়েছিলেন দানুশকা, কিন্তু বল ধরে ফেলেন ভুটানের গোলরক্ষক গেইলস্টেন জ্যাংপো। ২৬ মিনিটে লঙ্কান বদলি ডিফেন্ডার দানুসা পেরেরার প্রচ- গতির শট আবার ধরে ফেলেন জ্যাংপো। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ডিফেন্সিভ খেলে লঙ্কান শিবির। তবে ৮৫ মিনিটে ঠিকই আবারও গোল করে জয় নিশ্চিত করে ফেলে তারা। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে ভুটানের বক্সে ঢুকে বাঁ পায়ের গড়ানো ও মাপা শটে গোলরক্ষককে পরাস্ত করেন লঙ্কান ফরোয়ার্ড আফাম আকরাম (২-০)। শেষ পর্যন্ত ভুটান আর গোল দিতে পারেনি। সান্ত¡নার জয় নিয়ে মাঠ ছাড়ে লঙ্কান শিবির। ২০১৬ সালে বাহরাইনে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপ ফুটবলের মূল আসর। এ লক্ষ্যে চলছে ৪২টি দেশের ১০ গ্রুপের বাছাইপর্ব।
×