ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ার সিনেপ্লেক্সে বাংলাদেশী ‘লাভ ম্যারেজ’

প্রকাশিত: ২১:২৩, ৬ অক্টোবর ২০১৫

মালয়েশিয়ার সিনেপ্লেক্সে বাংলাদেশী ‘লাভ ম্যারেজ’

অনলাইন ডেস্ক॥ এই প্রথমবারের মত রিগ্যাল পিকচার্স মালয়েশিয়া ও রিগ্যাল পিকচার্স এন্ড সার্ভিসেস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তের ১৮টি ফাইভ স্টার মানের সিনেপ্লেক্সে বাংলাদেশী চলচ্চিত্র লাভ ম্যারেজ আগামী ১৬, ১৭ এবং ১৮ অক্টোবর, ২০১৫ মালয়েশিয়ার কুয়ালালামপুর, যোহর, পেনাং, পেরাকসহ বড় ১০টি শহরের ১৮টি প্রেক্ষাগৃহে বাণিজ্যিকভাবে প্রদর্শিত হতে যাচ্ছে। শাহিন সুমন পরিচালিত এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগার, সাদেক বাচ্চু ও কাবিলাসহ অনেকে। এই চলচ্চিত্রটি মুক্তির মধ্য দিয়েই মালয়েশিয়াতে নিয়মিতভাবে শুরু হবে বাংলাদেশী চলচ্চিত্র প্রদর্শন। এ উপলক্ষ্যে কুয়ালালামপুরে গত ০৪ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিগ্যাল পিকচার্স মালয়েশিয়া’র চেয়ারম্যান রাজা আজমান, সিইও প্রকাশ মাথাভান, প্রতিষ্ঠানের কর্মকর্তা কাসাভান, নরেশ, পারামাগুরুসহ বাংলাদেশী কমিউনিটির অনেকে। এ প্রসঙ্গে রিগ্যাল পিকচার্স এন্ড সার্ভিসেস বাংলাদেশ’র ম্যানেজিং পার্টনার সাব্বির হোসেন বলেন, এখন থেকে মালয়েশিয়াতে বসবাসরত বাংলাদেশীরা নিয়মিত তাদের সংস্কৃতি, পছন্দের চলচিত্র ও তারকাদের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।
×