ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পিএসজির ইতিহাস সেরা ইব্রা

প্রকাশিত: ০৬:০৮, ৬ অক্টোবর ২০১৫

 পিএসজির ইতিহাস সেরা ইব্রা

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইনের হয়ে গৌরবময় রেকর্ড গড়েছেন জ¬াতান ইব্রাহিমোভিচ। রবিবার রাতে ফরাসী লীগ ওয়ানের ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের বিরুদ্ধে দুই গোল করে এ কৃতিত্ব গড়েন সুইডিশ তারকা। ইব্রার নৈপুণ্যে পিএসজি ২-১ গোলে হারায় মার্শেইকে। বর্তমানে নয় ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লীগের শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। ম্যাচের ৩০ মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে তিন মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে দুই গোল করে দলকে জয় পাইয়ে দেন ইব্রাহিমোভিচ। দুটি পেনাল্টিই পিএসজি পায় সুইডিশ অধিনায়কের কল্যাণে। বক্সের মধ্যে মার্শেই গোলরক্ষক ইব্রাহিমোভিচকে ফাউল করলে প্রথম পেনাল্টিটি পায় তারা। আর দ্বিতীয় পেনাল্টিটি আসে দীর্ঘদেহী এই ফরোয়ার্ডের গোলমুখী হেড প্রতিপক্ষের এক খেলোয়াড় বক্সের মধ্যে হাত দিয়ে ফেরানোয়। এসি মিলান থেকে ২০১২ সালে পিএসজিতে নাম লেখান ইব্রাহিমোভিচ। ফ্রান্সের শীর্ষ ক্লাবটির হয়ে এ নিয়ে ১১০ গোল করেছেন গত শনিবার ৩৪ বছরে পা রাখা এই ফরোয়ার্ড। এর আগে পিএসজির হয়ে সর্বোচ্চ ১০৯টি গোলের রেকর্ড ছিল পেড্রো পলেটার। ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত পিএসজিতে খেলেন পর্তুগালের এই ফুটবলার। অথচ কয়েক মাস আগেই ইব্রা বেয়ার্ন মিউনিখে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এক সাক্ষাতকারে পেশাদার ক্যারিয়ারের ইতি টানার আগে সেখান থেকে জার্মান ক্লাব বেয়ার্নে খেলার আকাক্সক্ষার কথা জানান ইব্রা। ওই সময় ইব্রার পিএসজি ছাড়ার গুঞ্জন শোনা যায়। সাবেক বার্সিলোনা তারকার ইচ্ছা মিউনিখের ক্লাবটিতে খেলা। সাক্ষাতকারে সে সময় ইব্রাহিমোভিচ বলেন, আমি ক্যারিয়ার শেষ করার আগে বুন্দেসলীগায় খেলতে আগ্রহী।
×