ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কলকাতার উৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শোভনের স্বাধীনতা’

প্রকাশিত: ০৪:২৯, ৬ অক্টোবর ২০১৫

কলকাতার উৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শোভনের স্বাধীনতা’

সংস্কৃতি ডেস্ক ॥ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘শোভনের স্বাধীনতা’। রশীদ হায়দারের উপন্যাস অবলম্বনে মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জনপ্রিয় নাট্য পরিচালক মানিক মানবিক। এটি তার প্রথম চলচ্চিত্র। তবে নতুন খবর হচ্ছে, কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের জন্য মনোনীত হয়েছে চলচ্চিত্রটি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী ২১ অক্টোবর কলকাতার নন্দনে শুরু হবে এই আয়োজন। চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। দুই বছর আগে সরকারী অনুদানে শুরু হয় ‘শোভনের স্বাধীনতা’ চলচ্চিত্রের দৃশ্য ধারণ। এতে অভিনয় করেছেন ফেরদৌস, নিপুণ, ওয়াহিদা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, খায়রুল আলম সবুজ ও স্বাধীন খসরু। এ ছাড়া ঢাকার নটরডেম কলেজের ১৩ শিক্ষার্থী অভিনয় করেছেন, যারা কলেজের পাট চুকিয়েছেন এরই মধ্যে। শোভন চরিত্রে অভিনয় করা রুদ্র রাইয়ান তাদেরই একজন। বছরের শুরু দিকে সেন্সর ছাড়পত্র পেলেও, এখনও চলচ্চিত্রটি মুক্তি দিতে পারেননি পরিচালক। এ প্রসঙ্গে তিনি বলেন, চলচ্চিত্রটি আগামী ডিসেম্বর মাসে মুক্তি দেয়ার চেষ্টা করছি। ওই মাসের শুরুর দিকে এবং শেষের দিকে পৃথক দু’টি তারিখ পেয়েছি। তবে ডিসেম্বরের শুরুর দিকে চলচ্চিত্রটিকে দর্শকদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা থাকবে আমার।
×