ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘নীলাখ্যান’ নাটকের চতুর্থ মঞ্চায়ন আজ

প্রকাশিত: ০৪:২৮, ৬ অক্টোবর ২০১৫

‘নীলাখ্যান’ নাটকের চতুর্থ মঞ্চায়ন আজ

স্টাফ রিপোর্টার ॥ মহাকাল নাট্য সম্প্রদায়ের ৩৬তম প্রযোজনা ‘নীলাখ্যান’ নাটকের মঞ্চায়ন হবে আজ মঙ্গলবার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৭টায়। নাটকটির চতুর্থ মঞ্চায়ন হবে। কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন অধ্যাপক আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ড. ইউসুফ হাসান অর্ক। নাটকটির নির্দেশক জানান, কাহিনীটির প্রেক্ষাপট বেদে বহর হলেও কবি নজরুলের অন্তস্ত্রোতে এমন একটি সার্বজনীন বীজ ভাসিয়ে দিয়েছেন যা স্পষ্টতই গোটা মানবকুলের সর্বকালকে ছুঁয়ে যায়। শব্দ-সুরের শক্তিতে প্রেম আর মানুষের অসহায়ত্তের মনকথা বলার জন্যই অভিনেতা-চরিত্রেরা অনেকটা গীতলভাবে তাদের প্রকাশ করে। এ নাট্যে অভিনেতা নিজেই চরিত্র ও পরিস্থিতির বিবরণ উপস্থাপন করেন মঞ্চক্রিয়া সহযোগে। একে শুদ্ধ চরিত্রাভিনয় না বলে আমরা ‘বর্ণনাত্মক চরিত্রাভিনয়’ বলছি। এ অভিনয় আমাদের আবিষ্কার নয়। আমাদের ঐতিহ্যে পালাকার-গায়েন-বয়াতিগণ এভাবেই অভিনয় করেন। তাতে কাহিনীর রসাস্বাদনে কোন অসুবিধা হয় না। পার্থক্য শুধু এইটুকু যে, সেখানে একজনই কাহিনী বয়ান করেন আর এখানে সকলে মিলে একটি গল্প বলার চেষ্টা। প্রযোজনাতে খুব বেশি ইমেজ তৈরি করার চেষ্টা নেই এই কারণে যে নির্দেশকের বিশ্বাস, বর্ণনাত্মক এমন একটি শিল্প আঙ্গিক যেখানে শ্রুতিময়তা দিয়েই দৃশ্যময়তা তৈরি হয় দর্শক চিত্তে। আর সে কারণে নাটকটির নামকরণেও আখ্যান শব্দটি জুড়ে দেয়া হয়েছে। অভিনয় শিল্পীরা হলেন পলি বিশ্বাস, মনামী ইসলাম কনক, লিঠু ম-ল, জেরিন তাসনীম এশা, কোনাল আলী, চৈতী সাথী, সোনিয়া ইসলাম, তনু ঘোষ, নির্ঝর অধিকারী, আমিনুল আশরাফ, আসাদুজ্জামান রাফিন, মোহাম্মদ আহাদ, শিবলী সরকার, শাহরিয়ার হোসেন পলিন, ইয়াছির আরাফাত, তৌহিদুর রহমান শিশির, ফেরদৌস ইকরাম, ইকবাল চৌধুরী, জাহিদুল কামাল চৌধুরী দিপু, মোঃ শাহনেওয়াজ এবং মীর জাহিদ হাসান। মঞ্চের নেপথ্য শিল্পীরা হলেন মঞ্চ পরিকল্পনায় ইউসুফ হাসান অর্ক, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, সুর ও সঙ্গীতে ইউসুফ হাসান অর্ক, আবহসঙ্গীত ইউসুফ হাসান অর্ক, পোশাক পরিকল্পনায় ড. সোমা মুমতাজ, কোরিওগ্রাফী জেরিন তাসনিম এশা, প্রপস পরিকল্পনা ও নির্মাণ হাসনাত রিপন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, পোস্টার ও স্মরণিকা ডিজাইন পংকজ নিনাদ, মঞ্চ ব্যবস্থাপক জাহিদ কামাল চৌধুরী এবং প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।
×