ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান বরাদ্দ বিজ্ঞপ্তিতে অসঙ্গতি

প্রকাশিত: ০৫:৪৬, ৫ অক্টোবর ২০১৫

সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোকান বরাদ্দ বিজ্ঞপ্তিতে  অসঙ্গতি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৪ অক্টোবর ॥ সুনামগঞ্জে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের দোকান কোটা বরাদ্দ পেতে জামায়াত-শিবির চক্র অপতৎপরতা শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। জেলা প্রশাসন জারিকৃত বরাদ্দ বিজ্ঞপ্তিতে নানা অসঙ্গতি ও ত্রুটির সুযোগে স্বাধীনতাবিরোধী চক্র দোকান কোটা পেতে আগ্রহী হয়ে উঠেছে বলে মুক্তিযোদ্ধারা অভিযোগ করেছেন। জেলা প্রশাসনের এসব অসঙ্গতি পুনর্বিবেচনার জন্য রবিবার সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সদস্যসচিব বিশিষ্ট মুক্তিযোদ্ধা-লেখক মালেক হোসেন পীর জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন করেছেন। মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর আবেদনে উল্লেখ করেন, সম্প্রতি নির্মিত অত্যাধুনিক সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণকাজ সম্পন্ন করেছে সরকার। গত আগস্ট মাসে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ভবন উদ্বোধন করেন। প্রথম তলার ৯টি এবং দ্বিতীয় তলার ২৪০০ বর্গফুট জায়গা মাসিক ভাড়ায় বরাদ্দের জন্য স্থানীয় পত্রিকায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাতে অনেক অসঙ্গতি রয়েছে। স্মারক দেয়া হয়েছে এক অফিসের, স্বাক্ষর করেছেন আরেকজন।
×