ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জোকোভিচের এটাই সেরা মৌসুম

প্রকাশিত: ০৫:৪০, ৫ অক্টোবর ২০১৫

জোকোভিচের এটাই সেরা মৌসুম

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা। ২০১১ সালে দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়ে টেনিস বোদ্ধাদের নজর কাড়েন তিনি। সে বছর তিনটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। এরপর মাঝের সময়টা কিছু নিষ্প্রভতার মধ্যেই কাটে তার। চলতি মৌসুমে আবারও জ্বলে উঠেন নোভাক জোকোভিচ। এবারও তিনটি মেজর শিরোপা নিজের শোকেসে তুলেন তিনি। শুধু তাই নয়, ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সুইস তারকা স্টানিসøাস ওয়ারিঙ্কার কাছে না হারলে ‘ক্যালেন্ডার সøাম’ জয়ের অবিস্মরণীয় কীর্তিও গড়তেন টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এই তারকা। তাই এই মৌসুমটাকেই তার ক্যারিয়ার সেরা বলে মন্তব্য করেছেন নোভাক জোকোভিচ। এ বিষয়ে তিনি বলেন, ‘চার গ্র্যান্ডসøামের তিনটিতেই শিরোপা জেতা আর একটির ফাইনালে খেলাটা মোটেই হতাশাজনক পারফরমেন্স নয়। তবে আরেকটি ম্যাচ জিতলে ফলাফলটা যে পরিপূর্ণ হতো সে বিষয়ে কোন সন্দেহ নেই। যাইহোক আমি মনে করি ২০১১ সালের চেয়ে এই মৌসুমটাই আমার সেরা। এই মৌসুমটা যেভাবে কেটেছে আমার, তারপর আর অনুশোচনা করার মতো কিছুই নেই। আমি মনে করি রোঁলা গাঁরোয় হারাটাই উইম্বলডন এবং ইউএস ওপেনের সাফল্যের মূল কারণ।’ গত বছরেই দীর্ঘদিনের বান্ধবীকে ঘরে তুলে এনেছেন এই সার্বিয়ান। এক সন্তানের বাবাও হয়ে গেছেন তিনি। তাই এখন নিজেকে পরিপূর্ণ হিসেবে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে দশটি গ্র্যান্ডসøাম জয়ের মালিক বলেন, ‘এখন খেলোয়াড় এবং মানুষ হিসেবে অনেক বেশি পরিপূর্ণ বলে মনে করি। এখন আমি একজন বাবা ও একজন স্বামীও।’ নোভাক জোকোভিচ যখন ফর্মের তুঙ্গে তখন বাজে সময় কাটাচ্ছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। চলতি মৌসুমে কোন গ্র্যান্ডসøাম টুর্নামেন্টেই খুঁজে পাওয়া যায়নি টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকাকে। সর্বশেষ ইউএস ওপেনের শেষ ৩২ থেকে হেরেই লজ্জাজনকভাবে বিদায় নেন তিনি। গত শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত একটি প্রীতি ম্যাচে বিশ্বের এক নাম্বার খেলোয়াড় নোভাক জোকোভিচ সহজেই ফর্মহীন প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে পরাজিত করেছেন।
×