ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নির্মিত হচ্ছে নাটক ‘স্বপ্নের জানালা’

প্রকাশিত: ০৫:৩১, ৫ অক্টোবর ২০১৫

নির্মিত হচ্ছে নাটক ‘স্বপ্নের জানালা’

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি রাজধানীর উত্তরা এবং এর আশপাশে বিভিন্ন মনোরম লোকেশনে শূটিং হলো নাটক ‘স্বপ্নের জানালা’। ইরানী বিশ্বাসের রচনায় নাটকটি নির্মাণ করেছেন কাজী সাইফ আহমেদ। চিত্রগ্রহণ করেছেন দেশবরেণ্য চিত্রগ্রাহক গোলাম মোস্তফা বাচ্চু। নাটকটি প্রযোজনা করেছে সামুরেখা মাল্টিমিডিয়া ও আবা ড্রামাটিক্স। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑ আজমেরি হক বাঁধন, সজল, সুবর্ণা, এসএম কামরুল বাহার, শিখা খান, শরীফসহ অনেকে। নাটকে অর্ণব চরিত্রে অভিনয় করেছেন সজল। অনন্যার চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। রুবি চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা। অর্ণবের বন্ধু পল্লব চরিত্রে অভিনয় করেছেন এসএম কামরুল বাহার। নাটকটি প্রসঙ্গে অভিনেতা সজল বলেন, অনেক দিন পর একেবারে ভিন্নধারার একটি নাটকে অভিনয় করলাম। আশা করি নাটকটি দেখে দর্শকরা আনন্দ পাবেন। অভিনেত্রী বাঁধন বলেন, নাটকটি সম্পূর্ণ গতানুগতিক ধারার বাইরে এবং গল্পটি অসাধারণ। নাটকের গল্পে দেখা যায় অর্ণব অনন্যাকে বাসস্ট্যান্ডে প্রথম দেখে। এরপর থেকে অর্ণব সবসময় অনন্যাকে দেখার সেই প্রথম দৃশ্যটি মনে করতে থাকে। অর্ণবের চোখে অনন্যার চেহারা সবসময় ছায়ার মতো লেগে থাকে। কিন্তু কোথাও সে অনন্যাকে খুঁজে পায় না। অর্ণব পাগল হয়ে অনন্যাকে খুঁজে ফেরে। অনন্যাকে পাওয়ার জন্য অর্ণব বাসা থেকে বেরিয়ে এসে সে পাগলের মতো খুঁজে ফেরে। এদিকে রুবি অর্ণবের খুব ভাল বন্ধু। অর্ণব রুবিকে বন্ধু হিসেবে জানে। কিন্তু রুবি অর্ণবকে ভালবাসে।
×