ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘূর্ণিঝড়ে দক্ষিণ ক্যারোলাইনায় জরুরী অবস্থা

প্রকাশিত: ০৫:২৮, ৫ অক্টোবর ২০১৫

ঘূর্ণিঝড়ে দক্ষিণ  ক্যারোলাইনায়  জরুরী অবস্থা

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের বিভিন্ন এলাকার ঘূর্ণিঝড় জোয়াকুইনের প্রভাবে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্যারিবীয় অঞ্চলের ঘূর্ণিঝড় জোয়াকুইন শক্তি সঞ্চয় করছে এবং ইতোমধ্যেই ঝড়টিকে চারমাত্রার ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঘণ্টায় ১৫৫ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঘূর্ণিঝড়টি এখন বাহামা উপকূলে অবস্থান করছে। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে, তবে এর প্রভাবে দক্ষিণ ক্যারোলাইনায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। বন্যার পানি প্রবেশে বাধা দিতে অঙ্গরাজ্যের চার্লসটন শহরের অনেক রাস্তা বন্ধ করে সেখানে বালুর বস্তা ফেলে বাঁধ দেয়া হয়েছে।
×