ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে ভয়াবহ বন্যায় ১৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৫:২৮, ৫ অক্টোবর ২০১৫

ফ্রান্সে ভয়াবহ  বন্যায় ১৩  জনের মৃত্যু

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে ভূমধ্যসাগরীয় উপকূল এলাকায় প্রবল বন্যায় রবিবার ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আরও ছয়জনের বেশি নিখোঁজ রয়েছে। দেশটির কর্মকর্তারা এখবর জানিয়েছেন। খবর এএফপি ও বিবিসির। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর পাড় ভেঙ্গে পানি ঢুকলে বৃদ্ধনিবাসের তিন বাসিন্দা মারা যায়। এছাড়া গাড়ি পার্ক করতে গিয়ে আরও পাঁচজন মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। জরুরী কর্মীরা জানান, আরও তিনজন তাদের গাড়ির ভেতরেই ডুবে গেছে। একটি টানেলে গাড়িটি আটকা পড়েছিল। শনিবার রাতে পর্যটন নগরী কানে এক ভয়াবহ ঝড় আঘাত হানে। এতে রাস্তায় আরও এক ব্যক্তি ডুবে যায়। ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের কোট ডি’আজুরে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে ব্রাগ নদীর পানি দুকূল উপচে পড়েছে। নদীটির কাছেই এ্যাতিবেস নগরীতে ঢেউয়ের আঘাতে নিকটস্থ বৃদ্ধনিবাস ধসে পড়ে। ফ্রেঞ্চ রেল কোম্পানি এসএনসিএফ জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি ট্রেন ছাড়া হয়নি। ট্রেনগুলোতে কয়েক শ’ যাত্রী রয়েছে।
×