ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই মামলার সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ০৫:২৫, ৫ অক্টোবর ২০১৫

দুই মামলার সাক্ষ্যগ্রহণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজার কারসাজির দুই মামলার সাক্ষীকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী। রবিবার পুঁজিবাজার মামলা নিষ্পত্তিতে গঠিত বিশেষ ট্রাইব্যুনালে এ জেরা অনুষ্ঠিত হয়। জেরা শেষে আদালতের বিচারক হুমায়ুন কবীর মামলা দুটির পরবর্তী তারিখ ঘোষণা করেন। চিটাগাং সিমেন্ট মামলা ॥ ১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির ঘটনায় আলোচিত চিটাগাং সিমেন্ট (বর্তমানে হাইডেলবার্গ সিমেন্ট) মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জের পক্ষে সাক্ষ্য দেন হাইডেলবার্গ সিমেন্টের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান। সাক্ষ্য শেষে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন ও মোহাম্মদ মহসিন রশিদ। জেরা শেষে ৬ অক্টোবর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। এ সময় আদালতে মামলার আসামি ও ডিএসইর সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি শহিদুল ইসলাম বুলবুল অনুপস্থিত ছিলেন। হজ পালনে তিনি বর্তমানে সৌদি আরবে রয়েছেন বলে জানা গেছে। এছাড়া ট্রাইব্যুনালে বাদী (বিএসইসি) পক্ষের আইনজীবী মাসুদ রানা খান উপস্থিত ছিলেন। অন্যদিকে একই ট্রাইব্যুনালে প্যারাগন লেদার এ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের শেয়ার সার্টিফিকেট প্রতারণা মামলা সাক্ষীর জেরা গ্রহণ করা হয়েছে। বাদীপক্ষের সাক্ষী বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উপ-পরিচালক এএসএম মাহমুদুল হাসানকে জেরা করেন অভিযুক্ত আসামিদের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। মামলাটির পরবর্তী বিচারের জন্য ১৮ অক্টোবর ধার্য করেছেন পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনাল। প্যারাগন লেদার এ্যান্ড ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজের শেয়ার সার্টিফিকেট প্রতারণা মামলার সাক্ষী বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উপ-পরিচালক এএসএম মাহমুদুল হাসানকে জেরা করেন অভিযুক্ত আসামিদের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। জেরা শেষে ১৮ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
×