ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সূচকের পতনে পুঁজিবাজারে লেনদেন শেষ

প্রকাশিত: ০৫:২৫, ৫ অক্টোবর ২০১৫

সূচকের পতনে পুঁজিবাজারে  লেনদেন শেষ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের উভয় বাজার রবিবার পতনে লেনদেন শেষ হয়েছে। সকাল থেকেই দরপতনের মধ্যে লেনদেন শুরুর পর থেকেই বাজারে নেতিবাচক প্রবণতা অব্যাহত থাকে। প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জ ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে দুই বাজারেই আগের দিনের তুলনায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমেছে। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে নেতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরুর পরে ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৬ কোটি ৮০ লাখ টাকার। যা বৃহস্পতিবারের চেয়ে ৮৭ কোটি ৪৩ লাখ টাকা বা ২০ দশমিক ৬১ শতাংশ কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪২৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ২৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর। সারাদিন সূচকের ওঠানামা শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪২ পয়েন্ট কমে ৪ হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭০ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৩৪ পয়েন্টে। ডিএসইর খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, দিনটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ এবং রসায়ন খাতের। ফার কেমিক্যাল, স্কয়ার ফার্মা, এসিআইয়ের মতো তিনটি কোম্পানি লেনদেনের শীর্ষে থাকার কারণে ডিএসইতে খাতটির মোট ৫৯ কোটি টাকার লেনদেন হয়, যা মোট লেনদেনের ১৮ দশমিক ৪৪ ভাগ। দ্বিতীয় অবস্থানে ছিল প্রকৌশল খাতটি। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৪৯ কোটি টাকা, যা মোট লেনদেনের প্রায় ১৫ ভাগ। এছাড়া তৃতীয় অবস্থানে ছিল জ্বালানি এবং শক্তি খাতটি। সারাদিনে খাতটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৯ কোটি টাকা, যা মোট লেনদেনের ১২ দশমিক ৩২ ভাগ। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো : ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সাইফ পাওয়ারটেক, লাফার্জ সুরমা সিমেন্ট, সামিট এ্যালায়েন্স পোর্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, আমান ফিড, এসিআই, জিপি, কাশেম ড্রাইসেলস এবং বিএসআরএম স্টিলস লিমিটেড। ডিএসইর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : রহিম টেক্সটাইল, ৪র্থ আইসিবি, সুহৃদ ইন্ড্রাস্টিজ, লিগ্যাসি ফুটওয়্যার, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আইসিবি ১ম এনআরবি, পপুলার লাইফ মিউচ্যুয়াল ফান্ড, ডিবিএইচ মিউচ্যুয়াল ফান্ড ও প্রিমিয়ার সিমেন্ট। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম লাইফ, ফার কেমিক্যাল, আমান ফিড, বিডি ফাইন্যান্স, এ্যাপেক্স ফুডস, ইবিএল ১ম এনআরবি, সাফকো স্পিনিং, এ্যাপেক্স ট্যানারি ও সোনারগাঁও টেক্সটাইল। একইসঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফার কেমিক্যাল, আমান ফিড, সাইফ পাওয়ার টেক, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিএসআরএম লিমিটেড, সামিট পোর্ট এলায়েন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা ও লঙ্কা বাংলা ফাইন্যান্স।
×