ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উহান ওপেনে চ্যাম্পিয়ন ভেনাস

প্রকাশিত: ০৬:০৭, ৪ অক্টোবর ২০১৫

উহান ওপেনে চ্যাম্পিয়ন ভেনাস

স্পোর্টস রিপোর্টার ॥ এবার চীনের উহান ওপেন ছিল ইনজুরির ধাক্কায় বেসামাল। আগেভাগেই শীর্ষ তারকারা নাম প্রত্যাহার করে নিয়েছেন। আবার অনেকে হয়েছেন অঘটনের শিকার। সে কারণে বিশ্বের সাবেক এক নম্বর যুক্তরাষ্ট্রের কৃষ্ণকন্যা ভেনাস উইলিয়ামসের পথটা পরিষ্কার হয়ে গিয়েছিল। টুর্নামেন্টের ৫ নম্বর বাছাই স্পেনের গারবিন মুগুরুজাকে পেয়েছিলেন ফাইনালে। প্রথম সেট জয় এবং দ্বিতীয় সেটে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় ইনজুরির কারণে অবসর নেন মুগুরুজা। ফলে হার্ডকোর্ট এ আসরের শিরোপা জিতেছেন ভেনাস। এটি তার গত ৫ বছরের মধ্যে প্রথম কোন বড় টুর্নামেন্টের শিরোপা জয়। এটি ক্যারিয়ারের ৪৭তম শিরোপা ৩৫ বছর বয়সী ভেনাসের। উহান ওপেন শুরুর আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন কানাডার উদীয়মান তারকা ইউজেনি বাউচার্ড। আর ম্যাচ খেলতে খেলতে ইনজুরি সমস্যায় পড়ার কারণে মাঝপথে সরে দাঁড়িয়েছিলেন শীর্ষ বাছাই মারিয়া শারাপোভা, বেলিন্ডা বেনচিচ, ভিক্টোরিয়া আজারেঙ্কাসহ চার তারকা। যে কারণে ভেনাসকে খুব বড় চ্যালেঞ্জে পড়তে হয়নি। অবশ্য প্রথম রাউন্ডেই তিনি দশ নাম্বার বাছাই পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কাকে হারিয়ে দিয়েছিলেন। এছাড়া সেমিফাইনালে ১৫ নম্বর বাছাই রবার্ট ভিঞ্চি এবং কোয়ার্টার ফাইনালে ফর্মের তুঙ্গে থাকা ব্রিটিশ তারকা জোহানা কন্টাকে হারিয়ে দেন। এসব ঘটনাক্রম ভেনাসকেই ফেবারিট হিসেবে প্রতিষ্ঠা করে ফেলে। তবে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ২৩ নম্বর অবস্থানে থাকা ভেনাস ফাইনালে মুগুরুজার বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন এমনটাই মনে করা হয়েছিল। তাছাড়া দারুণ ফর্মে থাকা এ স্প্যানিশ তারকা বর্তমানে বিশ্বের ৮ নম্বরে এবং টুর্নামেন্টেরও ৫ নম্বর বাছাই। কিন্তু বাস্তবে সেটা হয়নি। প্রথম সেটেই কিছুটা অসহায় মনে হলো মুগুরুজাকে, হারলেন ৬-৩ গেমে। সেমিফাইনালেই কঠিন লড়াইয়ের মুখে পড়েছিলেন মুগুরুজা। জার্মানির এ্যাঞ্জেলিক কারবারের বিপক্ষে সরাসরি সেটে জিতলেও শেষ সেটের টাইব্রেকের সময় কোর্টে পড়ে গিয়েছিলেন। গোড়ালির ইনজুরিতে পড়েন মুগুরুজা। ২১ বছর বয়সী এ তরুণী হয় তো সে কারণেই সমস্যার মধ্যে ছিলেন। দ্বিতীয় সেটেও পারলেন না প্রতিরোধ গড়তে। মুগুরুজা পিছিয়ে পড়েন ৩-০ ব্যবধানে। এরপর আর কোর্টে নামেননি। ফলে ৬-৩, ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে উহানের হার্ডকোর্ট টুর্নামেন্টের শিরোপা হাতে ওঠে ভেনাসের। ইনজুরির বিষয়ে মুগুরুজা বলেন, ‘এটা খুবই দুঃখজনক একটি দিন যে আমাকে অবসরে যেতে হলো। মাঝে মাঝে শরীররটা পরিপূর্ণভাবে স্বাচ্ছন্দ্যে থাকে না।’ কোর্টের আশপাশেই ছিলেন মুগুরুজার কোচ স্যাম সুমাইক। তার টি-শার্টে লেখা ছিল, ‘ইটস নট মাই ফল্ট।’ সত্যি তার কোন ভুল ছিল না।
×